রাহাত হোসেন, হাবিপ্রবি প্রতিনিধি: হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) চারটি অনুষদের স্নাতক প্রথম বর্ষের ওরিয়েন্টেশন সম্পন্ন হয়েছে। ২০২৩ শিক্ষাবর্ষের লেভেল-১, সেমিস্টার-১ এর ভর্তিকৃত শিক্ষার্থীদের নিয়ে এই আয়োজন করা হয়।
মঙ্গলবার (২২আগস্ট) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামগুলোতে বিভাগভিত্তিক ভাগে ভাগ করে ওরিয়েন্টেশন কার্যক্রম অনুষ্ঠিত হয়।
সব অনুষদের ওরিয়েন্টেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম. কামরুজ্জামান। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনুষদের সব বিভাগের চেয়ারম্যানবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. মামুনুর রশীদ, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড. মাহাবুব হোসেন। ওরিয়েন্টেশন কার্যক্রমে সভাপতিত্ব করেন স্ব স্ব অনুষদের সম্মানিত ডিনগণ।
ওরিয়েন্টেশনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন,’নতুন শিক্ষার্থীরা তাদের মেধার প্রমাণ দিয়ে হাবিপ্রবির মতো একটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার সুযোগ পেয়েছে। তাই শিক্ষার্থীদের উচিত হবে শিক্ষাজীবনের সময়গুলো ভালোভাবে ব্যবহার করে ভালো ফলাফল অর্জন, নিজেদের যোগ্য এবং ভালো মানুষ হিসেবে গড়ে তুলে দেশের মানুষের কল্যাণে কাজ করা।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয় জীবনে তোমাদের ভালো ফলাফলের পাশাপাশি নিজেকে একজন ভালো ও মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। হাজার হাজার শিক্ষার্থীদের সঙ্গে প্রতিযোগিতা করে তোমরা আজকের অবস্থানে আসতে পেরেছো। তাই এ সাফল্যকে কাজে লাগাতে হবে। বিশ্ববিদ্যালয়ের সুনাম তোমাদের হাত ধরে আরো বৃদ্ধি পাবে বলে আমি আশা করি।’
প্রসঙ্গত, আগামীকাল সকাল ১১টা থেকে বিকেল ৪টা নানা অনুষদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হবে।
Array