• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • পরিবহন ব্যবস্থায় বিপ্লব ঘটাতে টাটা মটরস উদ্বোধন করলো Tata LPT 1212 MAX 

     ajkalerbarta 
    22nd Aug 2023 9:32 pm  |  অনলাইন সংস্করণ

    বাংলাদেশের কার্গো পরিবহন ব্যবস্থায় বিপ্লব ঘটাতে টাটা মটরস উদ্বোধন করলো Tata LPT 1212 MAX। যা দূরদূরান্তে পণ্য পরিবহনের জন্য নির্মিত এবং বহুমুখী ব্যবহার উপযোগী এই গাড়িটি বিভিন্ন শিল্পের পরিবহনে উচ্চ মুনাফা অর্জনে সহায়ক।

    ঢাকা, ২২ আগস্ট ২০২৩: বিশ্বে প্রথম সারির অটোমোবাইল প্রস্তুতকারক টাটা মটরস এবং এর অনুমোদিত পরিবেশক নিটল মটরসের সাথে, কার্গো ট্রান্সপোর্ট সলিউশনের একটি উন্নত সংস্করণ Tata LPT 1212 MAX বাজারে এনেছে।

    নির্বিঘ্নে এবং দক্ষতার সাথে পণ্য পরিবহনের জন্য ডিজাইন করা, Tata LPT 1212 MAX দেয় কম অপারেটিং খরচে সর্বোচ্চ মুনাফা।

    বহুমুখীতা এবং নির্ভরযোগ্যতার এই গাড়িটি পার্সেল এবং কুরিয়ার, ফার্মাসিউটিক্যালস, এফএমসিজি, ইস্পাত এবং সিমেন্ট, এলপিজি সিলিন্ডার, মৎস্য, হোয়াইট গুডস এবং তৈরি পোশাক (আরএমজি) সহ লজিস্টিক প্রয়োজনীয়তা এবং অ্যাপ্লিকেশনসমূহের জন্য একটি আদর্শ পছন্দ।

     

    উদ্বোধন বিষয়ে বলতে গিয়ে, জনাব অনুরাগ মেহরোত্রা, হেড- ইন্টারন্যাশনাল বিজনেস, টাটা মটরস কমার্শিয়াল ভেহিকেলস, ​​বলেন, “আমরা Tata LPT 1212 MAX উদ্বোধন করতে পেরে আনন্দিত এবং এই গাড়িটি পণ্য পরিবহন ব্যবস্থায় গ্রাহকদের প্রত্যাশাকে ছাড়িয়ে যাবে। বহুমুখী ব্যবহার উপযোগী Tata LPT 1212 MAX মাঝারি এবং দীর্ঘ দূরত্বে পণ্যদ্রব্য পরিবহন করতে সক্ষম। আমাদের প্রাথমিক উদ্দেশ্য হল গ্রাহকদেরকে পরিবহন ক্ষেত্রে নির্ঝঞ্ঝাট এবং কার্যকরী সমাধান দিয়ে আরও এগিয়ে নেওয়া আর Tata LPT 1212 MAX সেই সব শক্তিশালী বৈশিষ্ট্যের অধিকারী যা এই উদ্দেশ্য সাধনে সক্ষম। টাটা মটরস গ্রাহকদের ব্যতিক্রমী পণ্য এবং সেবা প্রদানের জন্য তার লক্ষ্যে অবিচল। আমরা আত্মবিশ্বাসী যে, পরিবহন ব্যবস্থায় আমাদের সমাধানগুলি গ্রাহকদের চমৎকার ব্যবসায়িক সাফল্যের দিকে পরিচালিত করবে।”

     

    নতুন পণ্য উদ্বোধন বিষয়ে মন্তব্য করতে গিয়ে, নিটল মটরস লিমিটেডের চেয়ারম্যান জনাব আব্দুল মাতলুব আহমাদ বলেন, “বাংলাদেশে , Tata LPT 1212 MAX উদ্বোধন করা হয়েছে স্থানীয় অটোমোটিভ মার্কেট সম্পর্কে আমাদের গভীর উপলব্ধির উপর ভিত্তি করে, আমরা নিশ্চিত যে এই গাড়িটি ব্যবসার ক্রমবর্ধমান চাহিদাকে পূরণ করবে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে Tata LPT 1212 MAX এর বাংলাদেশের বাণিজ্যিক যানবাহনের মার্কেটে পরিবর্তন ঘটানোর সক্ষমতা রয়েছে এবং এই সংযোজন পণ্য পরিবহন শিল্পের মানকে নতুনভাবে সংজ্ঞায়িত করবে, সেইসাথে এই দেশে বাণিজ্যিক যানবাহনের ক্ষেত্রে একটি নতুন মানদণ্ড স্থাপন করবে।”

     

    Tata LPT 1212 MAX-এ হেভিডিউটি ফ্রেম সহ একটি শক্তিশালী পুরু চ্যাসিস রয়েছে, যা বেশি লোডিং ক্ষমতা এবং স্থায়িত্ব নিশ্চিত করে। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে সহজে চালানোর জন্য অত্যন্ত নির্ভরযোগ্য এই গাড়িটির রয়েছে ব্যতিক্রমী গ্রেড-ক্ষমতা। একটি ফোর্জড আই-বিম এবং রিভার্স এলিয়ট-টাইপ ফ্রন্ট অ্যাক্সেল সহ একটি শক্তিশালী অ্যাক্সেল সেটআপের পাশাপাশি হেভিডিউটি Tata RA108RR রিয়ার এক্সেলযুক্ত গাড়িটি বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশনের জন্য কার্যকরী। রেডিয়াল টায়ার চাকার স্থায়িত্ব বাড়ায়, উন্নত জ্বালানী দক্ষতা প্রদান করে, ছোট ব্রেকিং ডিসটেন্স এবং উচ্চতর স্থিতিশীলতা প্রদান করে।

     

    গাড়িটিতে যুক্ত আছে হাইড্রোলিক পাওয়ার-অ্যাসিস্টেড স্টিয়ারিং, একটি এর্গোনমিক স্টিয়ারিং হুইল, MELBA ফ্যাব্রিক আল্ট্রা সিট এবং একটি এর্গোনমিক ইন্সট্রুমেন্ট ক্লাস্টার। পাশাপাশি, টিল্টেবল কেবিন ব্যাপক রক্ষণাবেক্ষণের কাজগুলি সম্পাদন করার জন্য সহজ অ্যাক্সেস নিশ্চিত করে। Tata LPT 1212 MAX এখন থেকে দেশ জুড়ে নিটল মটরস অনুমোদিত ডিলারশিপে আকর্ষণীয় ফাইন্যান্স স্কিমে পাওয়া যাবে।

    ১২৮ বিলিয়ন ডলারের টাটা গ্রুপের অংশ টাটা মটরস লিমিটেড, যেটি বর্তমানে ৩৭ বিলিয়ন মার্কিন ডলারের একটি প্রতিষ্ঠান এবং বিশ্বের অটোমোবাইল প্রস্তুতকারকদের মধ্যে প্রতিনিধিত্বকারী কোম্পানি, যা কার, ইউটিলিটি ভেহিক্যালস, পিকআপ, ট্রাক, এবং বাস তৈরি করে, পাশাপাশি প্রদান করছে বিভিন্ন ধরনের সমন্বিত, স্মার্ট ও ই- মোবিলিটি সল্যুশনস। “কানেক্টিং এসপিরেশন্স” এই প্রতিপাদ্যকে ব্রান্ড প্রমিসের মূল জায়গায় রেখেছে টাটা মটরস এবং এটি বর্তমানে ভারতের বাণিজ্যিক গাড়ির ক্ষেত্রে মার্কেট লিডার ও প্রাইভেট কারের ক্ষেত্রে প্রথম তিনের মধ্যে অবস্থান করছে।

     

    টাটা মটরস সবসময়ই চেষ্টা করে আসছে নতুন নতুন পণ্য নিয়ে আসতে, যেগুলো নতুন প্রজন্মের ক্রেতাদের কল্পনাকে নাড়া দেবে এবং এই গাড়ি গুলোর ডিজাইন করা হয় স্টেট অফ দ্যা আর্ট ডিজাইন এবং আর এন্ড ডি সেন্টারগুলোতে ( ইন্ডিয়া, ইউকে, ইউএস, ইতালি এবং দক্ষিণ কোরিয়ায় অবস্থিত)। প্রকৌশল ও প্রযুক্তি নির্ভর অটোমোটিভ সল্যুশন উপর গুরুত্ব প্রদান করে, কোম্পানি তার উদ্ভাবনী প্রচেষ্টাকে উদাহরণমূলক প্রযুক্তি তৈরির জন্য ব্যবহার করছে যেগুলো হবে স্থায়ী এবং মার্কেট ও গ্রাহকদের প্রত্যাশার সাথে সামঞ্জস্যপূর্ণ। টাটা মটরস ইন্ডিয়াতে ইলেকট্রিক গাড়ির রূপান্তর ব্যবস্থার প্রবর্তক।

    একটি শক্তিশালী গ্লোবাল নেটওয়ার্কের মাধ্যমে টাটা মটরস তার অপারেশন চালাচ্ছে ইন্ডিয়া, ইউকে, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, সাউথ আফ্রিকা এবং ইন্দোনেশিয়ায়। টাটা মটরসের বাণিজ্যিক ও প্যাসেঞ্জার ভেহিক্যালগুলো বাজারজাত হচ্ছে আফ্রিকা, মধ্যপ্রাচ্য, দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়া, অস্ট্রেলিয়া, দক্ষিণ আমেরিকা, রাশিয়া এবং অন্যান্য CIS দেশগুলোতে।

    নিটল নিলয় গ্রুপের প্রধান অংগ সংস্থা হলো নিটল মটরস লিমিটেড, যা ১৯৮৮ সাল থেকে বাংলাদেশে টাটা মটরসের সহযোগী হিসেবে কাজ করে আসছে এবং সবচেয়ে বেশি মার্কেট শেয়ার নিয়ে প্রতিষ্ঠানটি দেশের বানিজ্যিক গাড়ির জগতে প্রতিনিধিত্ব করে আসছে।

    Array
    We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    August 2023
    M T W T F S S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    28293031