ক্যাম্পাস প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ‘ক্যারিয়ার ইন ইমার্জিং মার্কেটস: চ্যালেঞ্জেস এন্ড অপর্চুনিটিজ ফ্রম ৪র্থ আইআর’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের আয়োজনে সারাদিনব্যাপী কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. তারিকুল ইসলামের সভাপতিত্বে কর্মশালার উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর বলেন, “চতুর্থ শিল্প বিপ্লবের অভিযাত্রায় পথ চলতে এখন দক্ষতার কোনো বিকল্প নেই। আমরা যে যেখানেই কাজ করি না কেন তাকে সে বিষয়ে দক্ষতা অর্জন করতে হবে। উন্নত বিশ্বের কাতারে নিজেদের তুলে ধরতে হলে উন্নত বিশ্বের যেসব চ্যালেঞ্জ আছে সেগুলোকে জানতে হবে। এখন আর বসে থাকার সময় নেই। মাস্টার্স শেষ করে একজন শিক্ষার্থী তার ক্যারিয়ার নিয়ে ভাববে সে বিলাসিতার সুযোগ নাই।”
তিনি আরও বলেন, “বর্তমান যুগের সাথে তাল মেলাতে হলে আমাদের আউট কাম বেজড এডুকেশন (ওবিই) এর দিকে যেতে হবে। আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে নানা ধরনের সংকট আছে, সম্পদের অভাব রয়েছে তারপরেও আমরা এই ওবিই ভিত্তিক কারিকুলামের দিকে যাচ্ছি।”
শিক্ষার্থীদের গুণগত মানোন্নয়নে সময়োপযোগী কর্মশালা আয়োজনের জন্য ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগকে ধন্যবাদ জানিয়ে এ ধরনের কর্মশালা বেশি বেশি আয়োজনে বিশ্ববিদ্যালয়ের পৃষ্ঠপোষকতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান উপাচার্য।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ট্রেজারার প্রফেসর ড. আতাউর রহমান ও গেস্ট অব অনার হিসেবে ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. মো. রিয়াদ হাসান বক্তব্য দেন। স্বাগত বক্তব্য দেন বিভাগের প্রফেসর ড. সোহেল রানা। এছাড়াও বক্তব্য রাখেন যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব লিংকনের সহযোগী অধ্যাপক ড. মাহফুজুর রহমান।
Array