যুগপৎ আন্দোলনের পরবর্তী কর্মসূচি হিসেবে আগামী ২৭ জুলাই রাজধানীতে মহাসমাবেশ কর্মসূচি ঘোষণা করতে যাচ্ছে বিএনপিসহ বিরোধী দলগুলো।
শনিবার (২২ জুলাই) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে তারুণ্যের সমাবেশে বিএনপির পক্ষ থেকে এই কর্মসূচির ঘোষণা আসতে পারে।
বিএনপি সূত্রে জানা গেছে, সকালে লন্ডন থেকে বার্তা এসেছে- আগামী ২৭ জুলাই পরবর্তী সমাবেশের কর্মসূচি ঘোষণা দিতে। সেই অনুযায়ী বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম সমাবেশ থেকে এই কর্মসূচির ঘোষণা দেবেন।
অন্যদিকে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা গণতন্ত্র মঞ্চ বিকেল সাড়ে ৪ টায় এক সংবাদ সম্মেলনে করে নতুন এই কর্মসূচি ঘোষণা দেবে।
মঞ্চের শরিক দল গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি জানান, এক দফার যুগপৎ আন্দোলনের পরবর্তী কর্মসূচি ঘোষণা করতে আজ (২২ জুলাই) বিকেল সাড়ে ৪টায় গণতন্ত্র মঞ্চের জরুরি সংবাদ সম্মেলনে আয়োজন করা হয়েছে। রাজধানীর তোপখানা রোডে রাষ্ট্র সংস্কার আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।
Array