পবিপ্রবি প্রতিনিধিঃ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রোভার স্কাউট গ্রুপ এর আয়োজনে ডেঙ্গু প্রতিরোধ, বৃক্ষরোপণ, পরিচ্ছন্নতা অভিযান আয়োজিত হয়েছে।
গতকাল (২০ জুলাই) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল এর সামনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. স্বদেশ চন্দ্র সামন্তের উপস্থিত হয়ে এ অভিযানের সূচনা করেন।
এসয় আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক মোহাম্মদ আলী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল এর প্রভোস্ট অধ্যাপক ড. মোঃ জাহিদ হাসান, সহকারী প্রভোস্ট আব্দুল্লাহ আল তৌফিক হাসান, সহকারী অধ্যাপক জাকারিয়া আরেফিন,পবিপ্রবি রোভার স্কাউট গ্রুপের সম্পাদক মুহাম্মদ আবু হানিফসহ রোভার ও গার্ল ইন রোভারের অন্যান্য সদস্যরা।
এসময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে বিভিন্ন দেশীয় ফলের গাছ রোপন ও ডেঙ্গু প্রতিরোধক স্প্রে করা হয়।
পবিপ্রবি রোভার স্কাউট গ্রুপের সম্পাদক মুহাম্মদ আবু হানিফের সঞ্চালনায় এক সংক্ষিপ্ত সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. স্বদেশ চন্দ্র সামন্ত বলেন, “ডেঙ্গু মরণঘাতী একটি রোগ। সকলকেই ডেঙ্গু প্রতিরোধে কাজ করতে হবে। সম্মিলিত প্রচেষ্টা ও সচেতনতায় ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব। ”
সভা শেষে উপস্থিত সকলকে নিয়ে একটি র্যালি আয়োজন করা হয়।
Array