সাভার প্রতিনিধি: জলবায়ু পরিবর্তনের ঝুকি মোকাবেলা, প্রকৃতির সৌন্দর্যবর্ধন, পরিবেশের ভারসাম্য রক্ষা গাছের চারা বিতরণ করছে গ্রামীণ ব্যাংক। চলতি বছরের মে মাস থেকে চারা বিতরণ করছে শায়ত্বশাষিত ব্যাংকটি।
কর্মসূচির অংশ হিসেবে ঢাকার সাভার এরিয়ার শোভাপুর সাভার শাখায় প্রতিদিন চারা বিতরণ চলছে। ব্যাংক কার্যালয়ে গতকাল সদস্যদের মাঝে ৩ হাজার ৫০০টি ফলদ ও ৩ হাজার ৫০০ বনজ মিলে ৭ হাজার চারা গাছ বিতরণ করা হয়।
চারা বিতরণকালে উপস্থিত ছিলেন সভার এরিয়া ম্যানেজার মো. আব্দুর রৌফ মোল্লা, প্রোগ্রাম অফিসার গোবিন্দ চন্দ্র সুত্রধর, শাখা ব্যবস্থাপক এস এম আক্তারুজ্জামান, মানিকগঞ্জ জোনের জোন সভাপতি লিমা ইয়াসমিনসহ শাখার অনেকে।
সামাজিক দায়বদ্ধতামূলক কাজের অংশ হিসেবে এমন উদ্যোগ গ্রহণ করে কার্যক্রম পরিচালনা করছে গ্রামীণ ব্যাংক। সবুজ বৃক্ষরোপণ ও শাকসবজি বীজ এবং চারা বিতরণের মাধ্যমে বাংলাদেশকে বিশ্বে রোল মডেল হিসেবে তুলে ধরতে চায় প্রতিষ্ঠানটি।
Array
 
 
                            
                        
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                            
                                                
                                            
                                                
                                            
                                                
                                            
                                                
                                            
                                                
                                            
                                                
                                            
                                                
                                            
                                                
                                            
                                                
                                            
                                                
                                            
                                                
                                            
                                                
                                            
                                                
                                            
                                                
                                            
                                                
                                            
                                                
                                            
                                                
                                            
                                                
                                            
                                                
                                            
                                                
                                            
                                                
                                            
                                                
                                            
                                                
                                            
                                                
                                            
                                                
                                            
                                                
                                            
                                                
                                            