শাহাদাত হোসেন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে সুরানপুর সংলগ্ন তিলকি গ্রামে নাজিম উদ্দিন(৪২) নামে এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল রবিবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। মৃত নাজিমউদ্দিন উক্ত গ্রামের মোঃ সৌকত আলীর ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, নাজিমউদ্দিন রাত আটটার দিকে বাড়িতে না বলে সাইকেল নিয়ে বের হয়। তার স্ত্রী জিজ্ঞাসা করলে সে কিছু বলেনি।
তার স্ত্রী আরও বলে, খাওয়া-দাওয়া শেষ করে সাইকেলে বের হওয়া মাত্র আমি তাকে জিজ্ঞাসা করলাম কোথায় যাচ্ছো, সে কোনো উত্তর না দিয়ে বের হয়ে চলে যাই।
পরে যখন শুনতে পাই তার পরিবার যে নাজিম উদ্দিন ঝুলন্ত অবস্থায় মৃত্যুবরণ করেছে , তার পরিবারে একটি শোক নেমে আসে।
স্থানীয় সূত্রে জানা যায়, মৃত নাজিমউদ্দীন খুব ভালো মানুষ ছিলেন। মানুষের সাথে কোন খারাপ ব্যবহার করিনি কখনো।
ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সেলিম রেজা জানান, আমাদের খবর দেয়া মাত্রই আমি এবং আমার টিম দ্রুত সেখানে যাই। ব্যাঙকাটি নামক বিলে একটি গাছে তার ঝুলন্ত লাশ পাই।
তিনি আরো বলেন, আমরা তার লাশ রাত্রে থানায় নিয়ে আসি। এবং ময়নাতদন্তের জন্য সকালে চাঁপাই সদরের মর্গে পাঠাই। ঘটনা নিশ্চিত না হওয়া পর্যন্ত কিছু বলা যাবে না।
Array