শাহাদাত হোসেন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের বারঘরিয়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে প্রেমিকার দেয়া ওড়না গলায় পেঁচিয়ে প্রেমিকের আত্মহত্যা।
গতকাল রোববার দিবাগত রাত ১টার দিকে জেলা সদরের বারঘরিয়া নতুন বাজার এলাকার মহানন্দা আধুনিক ছাত্রাবাসে এ ঘটনা ঘটে।
নিহত প্রেমিক ফাহিম ফয়সাল (২০) নাটোরের বড়াই গ্রামের মৃত. আব্দুর রাজ্জাকের ছেলে। সে চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের কম্পিউটার বিভাগের পঞ্চম সেমিস্টারের ছাত্র।
তার ফেসবুক স্ট্যাটাস থেকে জানা যায়, প্রেমিকার কাছ থেকে প্রতারিত এবং বিশ্বাস ভঙ্গের কারণেই সে আত্মহত্যা করে। পরিবারের প্রতি তাঁর দায়িত্ব এবং বাবা-মার স্বপ্ন পূরণ না করতে পারার বিষয়টিও উঠে আসে তার ফেসবুক স্ট্যাটাসে।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি সাজ্জাদ হোসেন জানান, খবর পেয়ে রাতেই পুলিশ মহানন্দা আধুনিক ছাত্রাবাস থেকে ফাহিমের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের মর্গে নিয়ে আসা হয়। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
এদিকে, ফাহিমের স্বজন ও তাঁর সহপাঠীরা জানান, রাত প্রায় ১টার দিকে, ফেসবুকে স্ট্যাটাসটি তার মা লক্ষ্য করেন এবং মেস মালিককে জানান। পরবর্তীতে মেস মালিক তার সহপাঠীদের জানালে, তারা দরজায় নক করে কোন সাড়া না পাওয়ায় দরজা ভেঙ্গে ফাহিমের গলায় ওড়না প্যাঁচানো ফ্যানের সাথে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।
Array