বিশ্ববিদ্যালয় প্রতিবেদক: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ‘ময়মনসিংহ অঞ্চলে আমন ধানের ফলন বৃদ্ধিতে করণীয়’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭জুলাই) ১০টায় বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কক্ষে ওই কর্মশালার আয়োজন করেছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি)। কর্মশালাটির সার্বিক সহযোগিতায় ছিলো কৃষি স¤প্রসারণ অধিদপ্তর (ডিএই)। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্রি রাইস ফার্মিং সিস্টেমস বিভাগের প্রধান ড. মো ইব্রাহীম।
ব্রির সিনিয়র লিয়াজোঁ অফিসার কৃষিবিদ মো. আব্দুল মোমিন এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএই এর সরেজমিন উইং এর পরিচালক কৃষিবিদ মো. তাজুল ইসলাম পাটোয়ারী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রির মহাপরিচালক ড. মো. শাহজাহান কবীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) মহাপরিচালক ড. মির্জা মোফাজ্জল ইসলাম, বিএডিসির বীজ ও উদ্যান বিভাগের সদস্য পরিচালক কৃষিবিদ মো মোস্তাফিজুর রহমান, ব্রি এর গবেষণার পরিচালক ড. মোহাম্মদ খালেকুজ্জামান, ব্রি এর প্রশাসন ও সাধারণ পরিচর্যা বিভাগের পরিচালক ড. মো আব্দুল লতিফ, ময়মনসিংহ অঞ্চল ডিএই এর পরিচালক সুশান্ত কুমার প্রামানিক, বিনার গবেষণা পরিচালক ড. মো. আব্দুল মালেক।
মূল প্রবন্ধ উপস্থাপনকালে ড. মো ইব্রাহীম বলেন, বর্তমানে ধানের উৎপাদন ৪গুন বৃদ্ধি পেয়েছে। জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে ধানের চাহিদা বাড়ছে। ধানের উৎপাদন স্থিতিশীল থাকলে হবে না। ধানের উৎপাদন কমলে ফুড সিকিউরিটিতে পড়তে হবে। এজন্য ধানের উৎপাদনশীলতা বাড়াতে হবে। ধানের জাতের উৎপাদনশীলতা বৃদ্ধি,উৎপাদন ব্যবস্থাপনার উন্নয়ন, প্রচলিত শস্য বিন্যাস উন্নয়নের মাধ্যমে ধান ফসলের উৎপাদন বৃদ্ধি পায়। বর্তমান প্রজন্ম মাঠে গিয়ে কাজ করতে আগ্রহী নয়। এজন্য কৃষিকে মেকানাইজেশনের আওতায় নিয়ে আসতে হবে।
Array