হ্যালো সুপারস্টারস অ্যাপ ই-ট্যালেন্ট হান্টের মাধ্যমে খুঁজে বের করা হবে প্রতিভাবান ও দক্ষ ক্ষুদে ফুটবলারদের। বাংলাদেশের ১১ থেকে ১৪ বছর বয়সী কিশোর ফুটবলাররা এই প্রতিযোগিতায় অংশগ্রহন করে উচ্চতর প্রশিক্ষনের জন্য কোন ব্যয় বহন ছাড়াই উড়ে যেতে পারবে রিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাবে।
এই প্রতিযোগিতার প্রথম চারটি ধাপে কিশোর ফুটবলাররা তাদের দক্ষতা মোবাইলে ধারন করে অ্যাপটিতে আপলোড করবে। অত:পর আরও দুই ধাপে মাঠে বাছাই করে বাংলাদেশের ৩৬ জনকে নির্বাচন করা হবে ফাইনাল রাউন্ডের জন্য। ফাইনাল রাউন্ড শেষে ১২ জন প্রশিক্ষণের সুযোগ পাবে রিয়াল মাদ্রিদে।
দেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা দক্ষ কিশোর ফুটবলারদের খুঁজে বের করে উন্নত প্রশিক্ষনের জন্য হ্যালো সুপারস্টারস অ্যাপ ই-ট্যালেন্ট হান্টের আয়োজন করতে যাচ্ছে। আগামী ২৯ সেপ্টেম্বর ২০২৩ থেকে আগ্রহীরা প্লে-ষ্টোর ও অ্যাপল ষ্টোর থেকে হ্যালো সুপারস্টারস অ্যাপ ডাউনলোড করে রেজিস্ট্রেশনের মাধ্যমে তাদের দক্ষতা মোবাইলে ধারন করে আপলোড করতে পারবে।
গত মঙ্গলবার মালয়েশিয়ার কুয়ালালামপুরের একটি পাঁচ তারকা হোটেলে সংবাদ সম্মেলনে চমকপ্রদ এই আয়োজনের দ্বি-পাক্ষিক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। চুক্তি স্বাক্ষর করেন হ্যালো সুপারস্টারস এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ড. কামরুল আহসান ও রিয়াল মাদ্রিদের প্রতিনিধি প্রতিষ্ঠান টিএইচ গ্লোবাল ফুটবল ক্যাম্পের চেয়ারম্যান টংকু হারুনা রশিদ পুত্রা। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভারতের জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক মেহতাব হোসেন,অভিজিত দাস সহ আরো অনেকে। এক প্রেস বিজ্ঞপ্ততিতে এ সব তথ্য জানানো হয়।
Array