অনেকটা বাধ্য হয়েই পাকিস্তানে খেলতে যেতে পারে ভারতীয় হকি দল। সেক্ষেত্রে, ক্রিকেটের মতো আপিল কিংবা বিরোধিতায় খুব একটা সফল হবার সম্ভাবনাও নেই। এশিয়া কাপে পাকিস্তানে খেলতে আপত্তি জানালেও, হকির বেলায় বাধ্য হয়েই প্রতিবেশী দেশটিতে পা রাখতে হতে পারে ভারতের হকি দলকে।
মূলত ২০২৪ সালের অলিম্পিকের জন্য বাছাইপর্ব খেলার জন্যই পাকিস্তান যেতে পারে ভারত। প্যারিস অলিম্পিকের হকি ইভেন্টের বাছাইপর্ব অনুষ্ঠিত হবে পাকিস্তানে। আগামী বছরের ১৩ থেকে ২৪ জানুয়ারি দেশটির লাহোরে হবে হকির এই আসর। দীর্ঘদিনের নিষেধাজ্ঞার পর দেশটিকে হকির বড় কোন আসর আয়োজনের দায়িত্ব দিচ্ছে আন্তর্জাতিক হকি ফেডারেশন। আর এক্ষেত্রে সিদ্ধান্ত পরিবর্তনেরও কোন সম্ভাবনা নেই।
আসন্ন এশিয়ান গেমসে যদি ভারত স্বর্ণপদক জয়ে ব্যর্থ হয়, তবে অলিম্পিকের জন্য লাহোরের এই বাছাইপর্বে অংশ নিতে হবে দেশটিকে। আর বাছাইপর্বে অংশ না নিলে প্যারিস অলিম্পিকে অংশ নেয়ার কোন সম্ভাবনাই থাকবে না টোকিও অলিম্পিকে ব্রোঞ্জজয়ী দেশটির। পরিস্থিতিতে পড়লে তাই বাধ্য হয়েই পাকিস্তান যাবে ভারতীয় হকি দল।
এদিকে দীর্ঘদিন পর হকির বড় কোন আসর আয়োজনের দায়িত্ব পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছে আন্তর্জাতিক হকি ফেডারেশন। সংস্থার সেক্রেটারি জেনারেল হায়দর হোসেন বলেন, ‘পাকিস্তানের হকিপ্রেমীরা প্রায় ২০ বছর ঘরের মাঠে নিজেদের দলের খেলা দেখা থেকে বঞ্চিত হয়েছেন। আমাদের আশা অলিম্পিক্সের যোগ্যতা অর্জন বাছাইপর্বের প্রতিযোগিতা পাকিস্তানের হকিতে নতুন প্রাণ সঞ্চার করবে।’
আয়োজক হিসেবে নাম ঘোষণার পর আন্তর্জাতিক হকি ফেডারেশনকে ধন্যবাদ জানিয়েছে পাকিস্তান হকি ফেডারেশন। এক বিবৃতিতে সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়, ‘পাকিস্তানে আবার আন্তর্জাতিক হকি ফেরানোর ব্যাপারে আমাদের প্রস্তাবে সমর্থন জানিয়েছে অনেক সদস্য দেশ। তাদের প্রত্যেককে আমাদের ধন্যবাদ। আমরা নিশ্চিত এই প্রতিযোগিতা পাকিস্তানের হকি নিয়ে নতুন করে উৎসাহ তৈরি করবে।’
উল্লেখ্য, আগামী ২৩ সেপ্টেম্বর থেকে চীনে বসবে ৩২তম এশিয়ান গেমসের আসর। এই আসরের হকি ইভেন্টে চ্যাম্পিয়ন দল সরাসরি অলিম্পিকে অংশ নেয়ার সুযোগ পাবে। বাকি দলগুলোকে খেলতে হবে পাকিস্তানে অনুষ্ঠিতব্য বাছাই পর্বে।
Array