• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • ৫ হাজার প্রাথমিক বিদ্যালয়ে শেখ রাসেল ডিজিটাল ল্যাব দেয়া হবে: আইসিটি প্রতিমন্ত্রী পলক 

     বার্তা কক্ষ 
    08th Jul 2023 5:23 pm  |  অনলাইন সংস্করণ

    মোঃ আল আমিন, সিংড়া (নাটোর) প্রতিনিধি: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন, ৪১ সাল নাগাদ আজকের শিক্ষার্থীরা আগামী দিনে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবে। আমাদের সন্তানদের সোনার মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। পেপারলেস ও ক্যাশলেস এর আওতায় আনার কাজ চলছে।পিতা মাতা ও শিক্ষকরা পারে সমাজ ও পৃথিবীকে বদলে দিতে। একজন শিক্ষার্থীর জীবনে তারাই উত্তম শিক্ষক। আমি নিজেও কিন্ডারগার্টেন প্রতিষ্ঠানের শিক্ষার্থী ছিলাম। আমাকে আইসিটি প্রতিমন্ত্রী দায়িত্ব দেয়ার পর ২০১০ সালে সজিব ওয়াজেদ জয় ভাইয়ের পরামর্শে আইসিটি বিষয়কে বাধ্যতামুলক করা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানে শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন করা হয়েছে। প্রযুক্তির মাধ্যমে শিক্ষার্থীদের উদ্যোগী গড়ে তুলতে হবে।

    পলক আরো বলেন, আমার ছেলে অনির্বাণ। সে ভালো আর্ট করতে পারে। সে জাতীয় পতাকা আর্ট করে। তাদের উপলব্ধি অনেক গভীর। ছোটদের কখনো অবহেলা করতে নাই। তাদের সুপ্ত প্রতিভা আছে। তা বিকশিত করার দায়িত্ব আমাদের। জীবনে প্রতিষ্ঠিত হতে হলে একটা লক্ষ্য নিয়ে এগুতে হবে। কেউ ডাক্তার, কেউ প্রকৌশলী, কেউ রাজনীতিবিদ, কেউ পাইলট, কেউ খেলোয়াড় হবে। পড়ালেখার পাশাপাশি নৈতিক শিক্ষা গড়ে তুলতে হবে। দেশপ্রেম, মানবিক মূল্যবোধ, নৈতিক চরিত্রের অধিকারী হতে হবে। তাদের মানসিক বিকাশ বাধাগ্রস্ত করা যাবে না। তাদের আগ্রহ দেখে উৎসাহ দিতে হবে। সৃজনশীল মানসিকতা গড়ে তুলতে হবে।

    প্রতিমন্ত্রী পলক আরো বলেন, ৫০০০ হাজার প্রাথমিক বিদ্যালয়ে শেখ রাসেল ডিজিটাল ল্যাব দেয়া হবে। ডিজিটাল লিটারেসির মাধ্যমে নতুন প্রজন্ম প্রযুক্তির সৎ ব্যবহার করতে পারে সে লক্ষ্য আইসিটি বিভাগ কাজ করছে। সাইবার সিকিউরিটি বিষয়টি গুরুত্ব দেয়া হচ্ছে। ২০২২ সালে শিশুদের জন্য হাসিনা বিডি ডট তৈরি করা হয়েছে। যাতে করে খেলতে খেলতে শিশুরা শিখতে পারে। ঢাকায় জাতীয়ভাবে স্মা্ট চিলড্রেন কার্নিভাল আয়োজন করা হবে। যেখানে নতুন প্রজন্মের অংশগ্রহণের সুযোগ আছে। ডিজিটাল কনটেন্ট তৈরি করা হয়েছে। যা শিক্ষার্থীদের বিকাশে কাজে লাগবে। স্মার্ট ক্লাস রুম প্রতিষ্ঠা করা হচ্ছে। এতে করে স্মার্ট সিটিজেন গড়ে উঠবে। মাননীয় প্রধানমন্ত্রী সবাইকে তিনটি করে গাছ লাগানোর পরামর্শ দিয়েছেন। উপকারী গাছ অর্জুন, এ গাছের ছাল থাকে না। ঔষধী গাছ বেশি করে লাগানোর আহবান জানান আইসিটি প্রতিমন্ত্রী পলক।

    ৪৩ টি কিন্ডারগার্টেন প্রতিষ্ঠানে ২৬ জন ট্যালেন্পুলে ১৩০ জন সাধারণ বৃত্তি প্রাপ্তদের মাঝে সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

    চলনবিল কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি নুরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সিংড়া পৌরসভার মেয়র আলহাজ্ব মোঃ জান্নাতুল ফেরদৌস, উপজেলা নির্বাহী অফিসার ভারপ্রাপ্ত আল ইমরান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ওহিদুর রহমান শেখ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শামিমা হক রোজি প্রমুখ।

    Array
    We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    July 2023
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930
    31