রায়হান আবিদ, বিশ্ববিদ্যালয় প্রতিবেদক: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের নতুন ডিন হিসেবে নিযুক্ত হয়েছেন কৃষি শক্তি ও যন্ত্র বিভাগের অধ্যাপক ড. মো. মঞ্জুরুল আলম।
১ জুলাই (শনিবার) থেকে তিনি ওই অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করবেন। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. অলিউল্লাহ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ওই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, তিনি কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের বর্তমান ডিন অধ্যাপক ড. নজরুল ইসলামের স্থলাভিষিক্ত হবেন ।
ড. মো. মঞ্জুরুল আলম ১৯৮২ সালের ১লা অক্টোবর কৃষি শক্তি ও যন্ত্র বিভাগের প্রভাষক হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ২০০০ সালে অধ্যাপক হিসেবে পদোন্নতি পান।
তিনি কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ থেকে স্নাতক, যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অফ নিউক্যাসেল আপন টাইন থেকে পিএইচডি এবং সিলসো কলেজ, ক্র্যানফিল্ড ইউনিভার্সিটি থেকে পোস্ট ডক্টরাল ফেলোশিপ সম্পন্ন করেন।
এছাড়াও তিনি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) এর ২০২৩-২৫ মেয়াদে ময়মনসিংহ কেন্দ্রের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
নতুন প্রাপ্ত ডিনের দায়িত্বের ব্যাপারে ড. মঞ্জুরুল আলম বলেন, একটি অনুষদের ডিনের দায়িত্ব আসলে একাডেমিক লিডারশীপের সুযোগ দেয়। শিক্ষা কার্যক্রমে প্রশাসনকে সহযোগিতা করাই ডিনদের প্রধান কাজ। কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের শিক্ষার মান ও সার্বিক উন্নয়নের লক্ষেই কাজ করতে চাই।
Array