বার্তা কক্ষ
30th Jun 2023 3:48 pm | অনলাইন সংস্করণ
ভোলা প্রতিনিধি: ভোলার চরফ্যাশনে ট্রলারডুবির ঘটনায় পাঁচ জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এখনও নিখোঁজ রয়েছেন আরও দুই জেলে।
শুক্রবার (৩০ জুন) দুপুর ১টার দিকে মেঘনার দক্ষিণে সাগর মোহনা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। সামরাজ মাছঘাটের ব্যবসায়ী মো. রিপন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, নিহত ও নিখোঁজ সবার বাড়ি চরফ্যাশনে। সাগরে মাছ ধরায় নিষেধাজ্ঞা থাকায় ওই জেলেরা প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাছ ধরতে গিয়েছিল। তবে তাদের নাম-পরিচয় জানাতে পারেননি তিনি।
Array