আল আমিন, সিংড়া (নাটোর) প্রতিনিধি: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেন,গাছ আমাদের অকৃত্রিম বন্ধু। পৃথিবীতে গাছ না থাকলে কেউ বেঁচে থাকতে পারবে না। গাছ আমাদের অক্সিজেন দেয়।
মাননীয় প্রধানমন্ত্রীও আমাদের গাছ লাগানোর আহবান জানিয়েছেন। ১ ইঞ্চি জমি ও অনাবাদি না রাখার জন্য প্রধানমন্ত্রী সবাইকে বলেছেন। তিনি পশু কুরবানীর সাথে নিজেদের পশুত্ব কুরবানী করার আহবান জানান।
বৈশ্বিক তাপমাত্রা কমাতে গাছ লাগানোর বিকল্প নাই। গাছের ছায়া আমাদের পরম পাওয়া। যেখানে গাছ কম, সেখানে গরম বেশি। বিশ্বের তাপমাত্রা বেড়ে গেলে বরফ গলে সমুদ্র তীরবর্তী মানুষ আশংকায় পড়ে যাবে। দু: সময় গাছ অর্থনৈতিক সম্পদে পরিনত হয়।
তিনি আরো বলেন, ২০০৮ সালে আমি সিংড়া উপজেলায় ১০ লক্ষ গাছ লাগানো শুরু করেছিলাম। চলনবিলে ৫% শতাংশ গাছ ছিলো। আমার উদ্যোগ এবং সবার সহযোগিতায় সকল শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মন্দির সহ সকল জায়গায় গাছ লাগানো ও চারা বিতরন কর্মস‚চি শুরু করেছিলাম। নাটোরের সিংড়ায় বুধবার সিংড়া পৌর এলাকার শান্তি নিবাস ও হাইটেক পার্ক এলাকায় ১ লক্ষ চারা বিতরন শুরু করেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও তার পুত্র অপুর্ব জুনায়েদ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা খাতুন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ওহিদুর রহমান শেখ, পরিবেশ উন্নয়ন ও প্রকৃতি সংরক্ষণ ফোরামের সভাপতি এসএম রাজু আহমেদ, সাধারণ সম্পাদক জুনায়েদ সৈকত সহ আরো অনেকে।
Array