পাবনা প্রতিনিধি: পাবনায় আত্মসমর্পণকূত চরমপন্থীদের মাঝে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে চাউল বিতরণ করা হয়।
পাবনা সদর উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তারের সভাপতিত্বে জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের সার্বিক তথ্য বাধায়নে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোশারফ হোসেন, ভাইস চেয়ারম্যান সাওয়াল বিশ্বাস, মহিলা ভাইস চেয়ারম্যান শামসুন্নাহার রেখা।
পাশাপাশি উক্ত চরমপন্থীদের সুস্থ স্বাভাবিক জীবনের ফিরিয়ে আনতে কর্মসংস্থানের সৃষ্টির ক্ষেত্রেও জেলা প্রশাসন পাবনা ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা অসামান্য ভূমিকা পালন করে তারই ধারাবাহিকতায় চরমপন্থী আদুর্শীত এলাকায় আত্মসমর্পণকারীরা স্বাভাবিক জীবনে চলাফেরা শুরু করেছে।
ভবিষ্যতে ভালো কাজ করার মধ্য দিয়ে দেশ ও জাতির কল্যাণে কাজে লাগানো যায় সে বিষয়েও জাতীয় নিরাপত্তা সংস্থা কাজ করে যাচ্ছে, পাবনা সদর ও সুজানগর উপজেলার একশত সদস্যদের মাঝে ৮ টন চাউল বিতরণ করা হয়।
Array