চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিএনপির আলোচিত নেতা ও ইউপি সদস্য আলম হত্যা মামলার আসামি আওয়ামী লীগ নেতা নুরুল হোদাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত দুরুল হুদা নায়লা ভাঙা ইউনিয়নের মেরাটুলি বাবুনিপুর গ্রামের চানমিয়ার ছেলে ও একই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ কমিটির নির্বাহী সদস্য।
রোববার রাত সাড়ে সাতটার দিকে তার শ্বশুরবাড়ি টুনটুনি পাড়াতে বাড়ি ঘিরে হত্যার চেষ্টা চালানো হয়। পড়ে মৃত ভেবে ফেলে চলে গেলে মুমূর্ষ অবস্থায় সজনরা উদ্ধার করে চিকিৎসার জন্য জেলা হাসপাতালে নিয়ে যান। জেলা হাসপাতালে জরুরী বিভাগের দায়িত্ব চিকিৎসক মোঃ আব্দুস সামাদ জানান, দুই পায়ে ও দুই হাতে দেশীয় অস্ত্রের আঘাত ছিল।
তার উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জুবায়ের আহমেদ জানান, দুরুল হুদা একটি হত্যা মামলায় জামিনে ছিল। সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ জেলা হাসপাতালে রাখা হয়েছে।
Array