বাংলাদেশ নারী দল সর্বশেষ কয়েক বছরে বড় কোনো শিরোপা জিততে পারেনি। তবে দল হিসেবে বেশ ভালো একটা প্রসেসের মধ্যে দিয়েই যাচ্ছে। যে কারণে নারী দলকে সমর্থন দিতে এবং তাদের প্রতি উৎসাহ যোগানের কথা বললেন দলটির প্রধান কোচ হাসান তিলেকরত্নে। আজ রোববার মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে গণমাধ্যমের মুখোমুখি হয়ে এই কথা বলেন সাবেক লঙ্কান এই ক্রিকেটার।
হাসান তিলেকরত্নে বলছিলেন, ‘তাদের অভিজ্ঞতা আছে, সব ধরনের চ্যালেঞ্জ জয় করার পদ্ধতি জানা আছে। তবে মেয়েদের ক্রিকেটে তুলনামূলক বেশি ধৈর্য্য ধরতে হয়। তাদের কিছুটা জায়গা দরকার হয়, সেই আত্মবিশ্বাসটা লাগে। তাদেরকে এটি দিতে হবে। আমি নিশ্চিত তারা মানসিক দিক থেকে ভালো অবস্থায় আছে। তাদের সমর্থন দিন, সঙ্গে থাকুন, উৎসাহ জোগান। আমি নিশ্চিত তারা সময়ের সঙ্গে সঙ্গে রোমাঞ্চকর ফল বয়ে আনবে’
আসন্ন ভারত সিরিজে মেয়েরা আত্মবিশ্বাসী বলে মনে করেন তিলেকরত্নে, ‘আমি যেমনটা বললাম, প্রক্রিয়া ধরে রাখা ও কঠিন চ্যালেঞ্জ মোকাবিলা করা গুরুত্বপূর্ণ। ইতিবাচক ফলাফল এত সহজে আসবে না। আমাদের সে অনুযায়ী কাজ করতে হবে, নিবেদন থাকতে হবে এবং সেরা ক্রিকেটটা খেলতে হবে। আমি মনে করি, মেয়েরা খুব আত্মবিশ্বাসী এবং এই সিরিজটির অপেক্ষা করছে।’
‘আমরা মাত্রই আমাদের অনুশীলন শুরু করেছি। কয়েকজনের ওয়ান টু ওয়ান সেশন চলছে। এছাড়া স্পিনারদের নিয়ে একটি ক্যাম্প করছেন স্পিন কোচ। ভারত সিরিজের ক্যাম্প শুরু করব ১ জুলাই।’
এদিকে নারী ইমার্জিং এশিয়া কাপে বাংলাদেশ দলের ব্যাটিং নিয়ে তিলেকরত্নে বলেন, ‘পাকিস্তানের বিপক্ষে ম্যাচটিতে কিছু ইতিবাচক দিক ছিল। আমার যত দূর মনে পড়ে, ১৬ রানে ৬ উইকেট পড়ার পর আমরা ক্যারেক্টার শো করেছি। ফাইনালে কিছু ঘাটতি ছিল। দূর্ভাগ্যবশতভাবে আমরা কয়েকটি ক্যাচ ছেড়েছি, স্টাম্পিংয়ের সুযোগ কাজে লাগাতে পারিনি। না হলে তাদেরকে ১০০ রানের নিচে আটকে রাখতে পারতাম। এমন হলে হয়তো ম্যাচটা আমাদেরও হতে পারতো।’