কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে ইটবোঝাই ট্রলির ধাক্কায় বাবা-ছেলের মৃত্যু হয়েছে। রোববার (২৫ জুন) দুপুরে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার কাশিপুর ইউনিয়নের ধর্মপুর গ্রামের একরামুল হক (৪০) ও তার ছেলে মাসুদ রানা (৯)।
নিহত একরামুল হকের আরেক ছেলে মেহেদী হাসান বলেন, বাবা আজ বেলা সাড়ে ১১টার দিকে আমার ছোট ভাইকে সাইকেলে নিয়ে ঈদের জামাকাপড় কিনতে ফুলবাড়ীতে যাচ্ছিলেন।
পথিমধ্যে একটি ট্রলির ধাক্কায় সাইকেল থেকে তারা ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে আমার ভাইয়ের মৃত্যু হয়। বাবাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সোয়া ৩টার দিকে বাবা মারা যান।
ফুলবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুর রহমান আজকালের বার্তাকে জানান, ঘাতক ট্রলিটিকে জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Array