বিশ্ববিদ্যালয় প্রতিবেদক: যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) ‘এশিয়া ইউনিভার্সিটি র্যাঙ্কিং-২০২৩’-এর তালিকা প্রকাশিত হয়েছে। প্রকাশিত র্যাঙ্কিংয়ের তালিকায় বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) তৃতীয় স্থানে রয়েছে।
প্রকাশিত তালিকায় দেশের ১৫টি বিশ্ববিদ্যালয় জায়গা হলেও র্যাঙ্কিংয়ে অবস্থান (সিরিয়াল) করেছে ৫টি বিশ্ববিদ্যালয়। তালিকায় ১৮৬তম স্থান অর্জন করে দেশসেরা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। আর১৯২তম স্থান অর্জন করে র্যাঙ্কিংয়ে দেশের উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে দ্বিতীয় স্থানে আছে নর্থ সাউথ ইউনিভার্সিটি।
এশিয়ার ৩১টি দেশের মোট ৬৬৯টি বিশ্ববিদ্যালয় নিয়ে এবারের র্যাঙ্কিং করা হয়েছে। র্যাঙ্কিংয়ে ৪০১-৫০০ গ্রুপে থেকে যথাক্রমর তৃতীয়, চতুর্থ ও পঞ্চম অবস্থানর রয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি), বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)।
উল্লেখ, প্রতি বছর টাইমস হায়ার এডুকেশনের অফিশিয়াল ওয়েবসাইটে এশিয়ার সেরা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর তালিকা প্রকাশিত হয়। এ বছর ১৩টি বিষয়কে পারফরম্যান্স ইন্ডিকেটর বিবেচনায় নিয়ে এশিয়ার সেরা বিশ্ববিদ্যালয়ের এই তালিকা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়গুলোর পাঠদান, মৌলিক গবেষণা, জ্ঞান বিতরণের পদ্ধতি, আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গিসহ কয়েকটি বিষয় বিবেচনায় প্রকাশিত হয়েছে এবারের তালিকা।
Array