• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • চাঁপাইনবাবগঞ্জের ৫৩ বিজিবির ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী 

     বার্তা কক্ষ 
    19th Jun 2023 11:49 pm  |  অনলাইন সংস্করণ

    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী ১৯ জুন ২০২৩ইং তারিখ উদযাপিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেনে উপস্থিত ছিলেন সেক্টর কমান্ডার কর্ণেল মোঃ ইমরান ইবনে এ রউফ, সেক্টর সদর দপ্তর, রাজশাহী। এছাড়া উপস্থিত ছিলেন অধিনায়ক, চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) ও রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি), উপ-অধিনায়ক, রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি), ভারপ্রাপ্ত অতিরিক্ত পরিচালক (অপারেশন), সেক্টর সদর দপ্তর, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ জেলার সরকারী-বেসরকারী বিভিন্ন দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

    প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ নাহিদ হোসেন স্বাগত বক্তব্যে ব্যাটালিয়নের বিভিন্ন অপারেশনাল ও প্রশাসনিক কর্মকান্ডের সাফল্য তুলে ধরে বলেন, এ ব্যাটালিয়ন গত ১৯ জুন ২০১৩ তারিখে বান্দরবান জেলার রুমা উপজেলায় দূর্গম পার্বত্য এলাকায় প্রতিষ্ঠা লাভ করে। পার্বত্য চট্টগ্রামে সফলতার সাথে ০৫ বছর দায়িত্ব পালনের পর গত ৩০ জুন ২০১৮ইং তারিখে চাঁপাইনবাবগঞ্জ জেলায় আগমন করে।

    চাঁপাইনবাবগঞ্জের মতো স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ সীমান্ত এলাকায় কঠোর নজরদারী ও নিরলস পরিশ্রমের মাধ্যমে সীমান্ত সুরক্ষার পাশাপাশি এ ব্যাটালিয়নের সদস্যরা চোরাচালান অভিযান পরিচালনা করে ৪১১ জন আসামীসহ সর্বমোট ৯৪,১৭,৯৬,৫৪৩/- (চুরানব্বই কোটি সতের লক্ষ ছিয়ানব্বই হাজার পাঁচশত তেতাল্লিশ) টাকা মূল্যের বিভিন্ন অবৈধ চোরাচালানী মালামাল আটক করতে সক্ষম হয়েছে। এছাড়া মাননীয় প্রধানমন্ত্রীর মাদকের বিরুদ্ধে ‘‘জিরো টলারেন্স”নীতি বাস্তবায়ন এবং বিজিবি মহাপরিচালক মহোদয়ের নির্দেশনার ধারাবাহিকতা অনুসরণ করে এ পর্যন্ত ৩৫২ জন আসামীসহ মোট ৪৬,৪৪,৩৩,৮৭৩/-(ছেচল্লিশ কোটি চুয়াল্লিশ লক্ষ তেত্রিশ হাজার আটশত তিয়াত্তর) টাকা মূল্যের মাদকদ্রব্য আটক করতে সক্ষম হয়েছে। বর্ণিত মাদকদ্রব্য ছাড়াও ২৪ টি বিদেশী পিস্তল, ১৪ টি ওয়ান স্যুটারগান, ১৩১ রাউন্ড গুলি, ২৭ টি ম্যাগাজিন এবং ৪৩ কেজি ১০০ গ্রাম ভারতীয় গান পাউডার আটক করতে সক্ষম হয়েছে। এছাড়া প্রতিপক্ষ বিএসএফ এর সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে এ ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বিগত ০২ বছরে “সীমান্ত হত্যা” শুন্যের কোঠায় নামিয়ে আনা সম্ভব হয়েছে।সীমান্ত সুরক্ষা, চোরাচালান দমন, নারী ও শিশু পাচার রোধের পাশাপাশি এ ব্যাটালিয়ন চাঁপাইনবাবগঞ্জ সদর এবং নাটোর জেলার সকল প্রকার নির্বাচনী দায়িত্ব পালনসহ অভ্যন্তরীণ যে কোন দূর্যোগ ও আইন শৃঙ্খলা রক্ষায় বেসামরিক প্রশাসনকে সুনামের সাথে সহায়তা প্রদান করে আসছে।

    এছাড়াও চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) কর্তৃক দেশের ক্রান্তিকালীন বিভিন্ন সময়ে সীমান্তবর্তী গরীব, দুঃস্থ ও শীতার্তদের মাঝে ২৪৫০ টি শীতবস্ত্র বিতরণ ও ৩৯৪০ জনকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ সামগ্রী প্রদান করা হয়েছে। উল্লেখ্য, প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বিজিবি মহাপরিচালক কর্তৃক শুভেচ্ছা সরুপ প্রেরিত কেকটি আগত অতিথিবৃন্দের উপস্থিতিতে কেটে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়।

    চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) সীমান্ত এলাকায় চোরাচালান দমন, মাদকের বিরুদ্ধে “জিরো টলারেন্স নীতি” বাস্তবায়ন, নারী শিশু পাচার রোধে সর্বদা সচেষ্ঠ রয়েছে এবং ভবিষ্যতে সাফল্যের এই ধারা অব্যাহত রাখবে।

    Array
    We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ