বার্তা কক্ষ
15th Jun 2023 10:58 am | অনলাইন সংস্করণ
বুধবার (১৪ জুন) রাত সাড়ে ১১টার দিকে এ আগুনের সূত্রপাত হয়।
জয়দেবপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার তাশারফ হোসেন জানান, ইাটাহাটা এলাকায় গাজীপুর-টাঙ্গাইল মহাসড়কের পাশে জাহাঙ্গীর আলমের ঝুট গুদামে আগুন লাগে। এসময় স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে এবং ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে জয়দেবপুর ও সরাবো ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়।
পরে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন পুরোপুরিভাবে নেভাতে সক্ষম হয়। আগুনে ঝুট গুদামে থাকা ওয়েস্টেজ মালামাল পুড়ে গেছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ক্ষতির পরিমাণ জানা যায়নি। আগুনে হতাহতের কোন ঘটনা ঘটেনি।