এস.এম.সোহান, পটুয়াখালী প্রতিনিধি: “স্মার্ট শিক্ষা স্মার্ট দেশ,শেখ হাসিনার বাংলাদেশ”-এই স্লোগানে পটুয়াখালীতে পালিত হয়েছে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ-২০২৩,এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ জুন) সকাল ১০:৩০ মিনিটে পটুয়াখালী পলিটেকনিক ইন্সটিটিউট এর আয়োজনে পায়রা উড়িয়ে দিনটি সূচনা হয়।
এ সময় সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংরক্ষিত সাংসদ সদস্য অধ্যাপিকা কাজি কানিজ সুলতানা হেলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউট এর অধ্যক্ষ জনাব মোঃ মোস্তাফিজুর রহমান খান
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা পরিষদ এর চেয়ারম্যান এডভোকেট মো:হাফিজুর রহমান,অধ্যক্ষ মোতাছিন বিল্লাহ সহ অন্যন্য ইন্সটিটিউটের শিক্ষক ও শিক্ষার্থীরা।
পরে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ইন্সটিটিউট ক্যাম্পাসে শেষ হয়।
Array