জয়পুরহাট প্রতিনিধি: জাতীয় ভিটামিন এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে জয়পুরহাটে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে সিভিল সার্জন কার্যালয়ের কনফারেন্স রুমে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের নিয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য দেন (ভারপ্রাপ্ত) সিভিল সার্জন কর্মকতা ডা: তুলশী চন্দ্র রায়, জেলা তথ্য অফিসার সোহেল মিয়া, সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ চৈতী রায়।
এসময় ডা: তুলসী চন্দ্র রায়,বলেন
৬-১১মাস বয়সী শিশুদের মধ্যে ভিটামিন এ অভাবজনিত রাতকানা রোগের প্রাদর্ভাব এক শতাংশের নিচে কমিয়ে আনা, ১২-৫৯ বয়সী শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির মাধ্যমে অপুষ্টিজনিত মৃত্যু প্রতিরোধ করা। জেলার ৩২টি ইউনিয়ন, পাঁচটি উপজেলা ও পৌরসভার মোট লক্ষ মাত্রা ১৩২৫৫১শিশু। বিগত জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইনের অর্জন: (৬-১১) মাস বয়সী শিশুর ভিটামিন প্রাপ্তির হার ৯৮.৯৯%এবং (১২-৫৯)মাস বয়সী শিশুদের ভিটামিন প্রাপ্তির হার ৯৯.৩০%ছিল।
এসময় প্রেসক্লাব জয়পুরহাটে সভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, সহ-সাধারণ সম্পাদক সোহেল আহমেদ লিও, সেলিম রেজা সহ জেলার ৪০ জন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
Array