শরীয়তপুর প্রতিনিধিঃ “নতুন কিছু করো” এই স্লোগানকে সামনে রেখে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বাংলালিংক কাস্টমার কেয়ার এন্ড সার্ভিসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৩ জুন) সকাল ১১টায় ডামুড্যা স্কুল রোড এলাকায় এসএস প্লাজায় বাংলালিংক কাস্টমার কেয়ার এন্ড সার্ভিসের ডামুড্যা’র ফিতা কেটে ও কেক কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন ডামুড্যা পৌর মেয়র রেজাউল করিম রাজা ছৈয়াল।
এ সময় উপস্থিত ছিলেন বাংলালিংক ফরিদপুর রিজিওনাল হেড মো. বেলায়েত হোসেন ইমরান, রিজিওনাল রিটেল হেড রাশেদ বীন আহসান, এরিয়া সেন্টার ম্যানেজার মো. শাফিনুল হাসান, ডামুড্যা জোনের ম্যানেজার আওলাদ হোসেন মিরাজ, উপজেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন মোল্লা।
এছাড়া আরো উপস্থিত ছিলেন, এসএস প্লাজার সত্ত্বাধিকারী ও সাবেক কাউন্সিলর মো. আলী আকবর সিকদার, কালবেলা পত্রিকার শরীয়তপুর প্রতিনিধি মো. মিরাজ সিকদার, বাংলালিক কাস্টমার কেয়ার এজেন্ট বিশিষ্ট ব্যবসায়ি সাকিব টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল ইসলাম, কাস্টমার কেয়ার ম্যানেজার বিশ্বজিৎ প্রমুখ।
Array