দিনাজপুর প্রতিনিধি:- “একটাই দাবী মাধ্যমিক শিক্ষাব্যবস্থা জাতীয় করণ” চাই এই লক্ষ্যকে সামনে রেখে দিনাজপুরে শিক্ষক সমাজের বিশাল মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সমাবেশ কর্মসুচী পালন করেছে।
১৩ জুন মঙ্গলবার দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মুখ সড়কে বৈষম্যহীন ও মানসম্মত শিক্ষার লক্ষ্যে মাধ্যমিক শিক্ষাব্যবস্থা জাতীয় করণের দাবীতে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) দিনাজপুর জেলা শাখার উদ্যোগে এ কর্মসুচী পালিত হয়। এরপর দিনাজপুর শহরের প্রধান প্রধান সড়কে বিক্ষোভ মিছিল পালন করেন বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) দিনাজপুর জেলা শাখা।
মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) দিনাজপুর জেলা শাখার সহ-সভাপতি শেখ রফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) দিনাজপুর জেলা শাখার সহ-সভাপতি বুনু বিশ্বাস, ফজলুর রহমান, সাধারন সম্পাদক মোঃ মাতলুবুল মামুন, সদর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আব্দুল হামিদ, সাধারন সম্পাদক মোঃ মাসউদ আলম, শিক্ষক নেতা হিরন্ময় দত্ত, আজিজুল হক, সামিউল আলমসহ শিক্ষক নেতৃবৃন্দ। এ ছাড়াও কর্মসুচীতে অংশ নেন দিনাজপুর সদর উপজেলাসহ বিভিন্ন উপজেলার শিক্ষক নেতৃবৃন্দ।
মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, বর্তমান সরকার বাংলাদেশে যে পরিমান উন্নয়ন করেছে তা বিগত কোন সরকারের আমলে এত উন্নয়ন হয়নি। আগামীতেও এসব উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। কিন্তু আমরা মনে করি এসব উন্নয়নের ভিতরের আরেকটি উন্নয়ন যা শিক্ষা। শিক্ষা ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। তাই একটায় দাবী মাধ্যমিক শিক্ষাব্যবস্থা জাতীয় করণ করে দেশকে উন্নয়নের দিকে দ্রæত গতিতে এগিয়ে নিয়ে যাক সরকার। উল্লেখ্য, আজ বুধবার ১৪ জুন সকাল ১১ টায় দিনাজপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
Array