রাহাত হোসেন, হাবিপ্রবি প্রতিনিধি: দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(হাবিপ্রবি) এর ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন ডিগ্রির শিক্ষার্থীরা মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি পালন করে।
রবিবার (১১ই জুন) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-৩ এর সামনে মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচিতে অংশগ্রহণ করে ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্স অনুষদের প্রায় দুই শতাধিক শিক্ষার্থী।
মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত শিক্ষার্থীরা জানান, বিগত ৩০ মে,২০২৩ ইং তারিখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত গেজেটে (ক্যাডার বহির্ভূত গেজেটেড কর্মকর্তা এবং নন গেজেটেড কর্মচারি বিধিমালা) এ বিভিন্ন পদে ডক্টর অব ভেটেনারি মেডিসিন ডিগ্রিকে বাদ দিয়ে নন-ক্যাডার বিধিমালা প্রণয়ন করা হয়েছে।যা স্পষ্টভাবে বৈষম্য। কারন ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম) ডিগ্রী বিশ্বব্যাপী স্বীকৃত এবং গ্রহণযোগ্য ডিগ্রী যেখানে পশুপালন ও পশু চিকিৎসা বিষয়ে বিস্তারিত পড়াশোনা করানো হয়। অপরপক্ষে বিএসসি ইন ভেট সায়েন্স এন্ড এএইচ ডিগ্রীধারীদেরকেও একই বিষয়ে পড়ানো হয়। প্রায় একই কোর্স কারিকুলামে পড়ালেখা চললেও শুধু নামে ভিন্নতা থাকায় ডিভিএম ডিগ্রীধারী শিক্ষার্থীরা সরকারি চাকুরির কিছু ক্ষেত্রে সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক ঘোষিত স্মার্ট বাংলাদেশ গড়তে (স্মার্ট ভেটেরিনারি সেক্টর) বড় অন্তরায়।
শিক্ষার্থীরা তাদের আরোও জানান, তাদের প্রতি যে বৈষম্য করা হয়েছে তা যদি দ্রুত সময়ের ভিতরে সংশোধন করা না হয় তাহলে তারা কঠোর কর্মসূচি গ্রহণ করবে।
এছাড়াও আরও বক্তব্য রাখেন ডাঃ মোঃ শাহরিয়ার ফেরদৌস (১৫ ব্যাচ),ডাঃ মোঃ গোলাম মোস্তফা (১৫ ব্যাচ),ডাঃ মোঃ শাহজাহানুর আলম নম্র (১৬ ব্যাচ),ডাঃ মোঃ সেরদাতুল ইসলাম শুভ্র (১৬ ব্যাচ)।মানববন্ধন শেষে শিক্ষার্থীরা গণস্বাক্ষর কর্মসূচিতে অংশগ্রহণ করে।
উল্লেখ্য যে, উক্ত প্রজ্ঞাপনে পোল্ট্রি ডেভেলভমেন্ট অফিসার, এনিম্যাল প্রোডাকশন কর্মকর্তা,সম্প্রসারণ কর্মকর্তা ও জ্যু অফিসার পদগুলোতে ভেটেরিনারি সায়েন্স এন্ড এনিম্যাল হাজবেন্ড্ৰি ডিগ্রী থেকে আবেদনের যোগ্যতা থাকলেও ডিভিএম ডিগ্রীর উল্লেখ নেই। বাংলাদেশে ১৪টি বিশ্ববিদ্যালয় থেকে ভেটেরিনারি বিষয়ে যে সকল ডিগ্রী প্রদান করা হয় তা হলো ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম), বিএসসি ইন এনিম্যাল হাজবেন্ড্ৰি, বিএসসি ইন ভেট সায়েন্স এন্ড এনিম্যাল হাজবেন্ড্ৰি। কিন্তু গত ৩০ মে ২০২৩ ইং তারিখে প্রকাশিত গেজেটে বিএসসি ইন ডেট সায়েন্স এন্ড এএইচ এবং বিএসসি ইন এনিম্যাল হাজব্যান্ড্রি ডিগ্রীর উল্লেখ থাকলেও ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম) ডিগ্রীর উল্লেখ নাই ।
Array