ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের খতিব ড. আ স ম শোয়াইব আহমাদের মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. শেখ আবদুস সালাম গভীর শোক প্রকাশ করেছেন। শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের সমবেদনা জানান।
বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের খতিব ড. আ স ম শোয়াইব আহমাদের মৃত্যুতে পৃথক-পৃথক শোক-বার্তায় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাহবুবুর রহমান ও ট্রেজারার প্রফেসর ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া শোক জানিয়েছেন। তাঁরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের সমবেদনা জানান।
এছাড়াও, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ.এম. আলী হাসান খতিবের মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়েছেন।
সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত ইসলামী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের খতিব ড. আ স ম শোয়াইব আহমাদ রাজধানীর কল্যাণপুরে ইবনে সিনা হাসপাতালের আইসিইউতে গতকাল (১০ জুন) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মরহুমের নামাজে জানাযা আজ রবিবার বাদ আসর ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হবে। তাঁর মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ে শোকের ছায়া নেমে এসেছে।
Array