রাহাত হোসেন, হাবিপ্রবি প্রতিনিধি:- শনিবার(৩ জুন) তৃতীয় ধাপে ‘এ’ ইউনিটের (বিজ্ঞান শাখা) ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে শেষ হলো গুচ্ছ ভর্তি পরীক্ষা-২০২৩।
‘এ ইউনিটের’ এই পরীক্ষায় দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(হাবিপ্রবি) কেন্দ্রে আবেদন করেছিল ৫ হাজার ৪’শ ৪২ জন পরীক্ষার্থী। পরীক্ষায় ভর্তিচ্ছু শিক্ষার্থীদের উপস্থিতি ছিল ৯৭ শতাংশ। পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য প্রফেসর ড. এম. কামরুজ্জামান।
এসময় তিনি বলেন, “শিক্ষার্থী ও অভিভাবকদের কষ্ট লাঘব করতে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। তিনি আরো বলেন, খুব সুন্দর ও সুষ্ঠুভাবে হাবিপ্রবি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি”।
উপাচার্য এ সময় হাবিপ্রবি বিএনসিসি, হাবিপ্রবি রোভার স্কাউট ও হাবিপ্রবি সাংবাদিক সমিতিকে ভর্তি পরীক্ষা আয়োজনে সর্বাত্নক সহযোগিতা করার জন্য ধন্যবাদ জানান ।
উল্লেখ্য, দেশের ২২ টি সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধীনে গত ২০ মে ‘বি’ ইউনিটের পরীক্ষার মাধ্যমে দেশব্যাপী শুরু হয় গুচ্ছ ভর্তি পরীক্ষা এবং ২৭ মে অনুষ্ঠিত হয় ‘সি’ ইউনিটে ভর্তি পরীক্ষা। আগামী ২০ জুন থেকে জিএসটি গুচ্ছভুক্ত সকল বিশ্ববিদ্যালয়ের জন্য বিভাগ পছন্দক্রম প্রদানসহ ভর্তির আবেদন https://gstadmission.ac.bd ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে সম্পন্ন করতে হবে। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য যথাসময়ে উক্ত ওয়েবসাইটে প্রকাশিত হবে।
Array