রাহাত হোসেন, হাবিপ্রবি প্রতিনিধি: দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ( হাবিপ্রবি ) রসায়ন বিভাগের ‘রসায়ন সমিতির’র দ্বিতীয় কার্যনির্বাহী পরিষদের ১৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে ।
মঙ্গলবার (৩০ মে ) অডিটোরিয়াম-১ এ দ্বিতীয় কার্যনির্বাহী পরিষদের কমিটি ঘোষণা করা হয় ।
এতে রসায়ন বিভাগের চেয়ারম্যান ড. মো. শামসুজ্জোহাকে সভাপতি , বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আতিকুল ইসলামকে কোষাধ্যক্ষ এবং বিভাগের চতুর্থ ব্যাচের শিক্ষার্থী রাজু আহমেদ রাজনকে সহ-সভাপতি (ভিপি) ও চতুর্থ ব্যাচের শিক্ষার্থী আব্দুল্লাহ আল নোমানকে সাধারণ সম্পাদক (জিএস) মনোনিত করে রসায়ন সমিতির নতুন কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে।
উক্ত কমিটির – যুগ্ম সম্পাদক পদে পঞ্চম ব্যাচের শিক্ষার্থী আফিয়া আনজুম রকি , সাংগঠনিক সম্পাদক পদে পঞ্চম ব্যাচের শিক্ষার্থী মো. শাদমান খান , প্রচার সম্পাদক পদে ষষ্ঠ ব্যাচের শিক্ষার্থী ফারজানা তানজিম , উপপ্রচার সম্পাদক পদে অষ্টম ব্যাচের শিক্ষার্থী আব্দুল্লাহ আল আনন্দ , ক্রীড়া সম্পাদক পদে ষষ্ঠ ব্যাচের শিক্ষার্থী সাইমুন জম্মদার , শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক পদে সপ্তম ব্যাচের শিক্ষার্থী সাগর কুমার দাস , সহ শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক পদে অষ্টম ব্যাচের শিক্ষার্থী তানজিলা তাবাশসুম মিম , ছাত্র কল্যাণ সম্পাদক পদে সপ্তম ব্যাচের শিক্ষার্থী মো. সজীব , ছাত্রীবিষয়ক সম্পাদিকা পদে চতুর্থ ব্যাচের শিক্ষার্থী রাখি রানী দেব মনোনিত হন ।
সদ্য বিদায়ী কমিটি কে ধন্যবাদ জ্ঞাপন ও নবনিযুক্ত দের শুভেচ্ছা জানিয়ে রসায়ন সমিতির সভাপতি এবং বিভাগীয় চেয়ারম্যান ড. মো. শামসুজ্জোহা বলেন “রসায়ন বিভাগের সার্বিক উন্নয়নে রসায়ন সমিতি কাজ করছে । রসায়ন বিভাগ নিজের সুনাম অক্ষুন্ন রেখে ভবিষ্যতেও যেন বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটা রোল মডেল হয়ে থাকে সেদিকে সবার খেয়াল রাখতে হবে । রসায়ন সমিতি লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের দক্ষতা ও সাংস্কৃতিক উন্নয়নে কাজ করে যাবে”।
এছাড়াও আগামী কর্মসূচি গুলোতে নবনিযুক্ত সদস্যদের পাশাপাশি বিভাগের সকলকে স্বতঃস্ফূর্ত ভাবে অংশ গ্রহণ করার আহ্বান জানান তিনি ।
রসায়ন সমিতির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান বলেন “রসায়ন বিভাগের নব নির্বাচিত কমিটিতে আমাকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনিত করার জন্য আমার শিক্ষকগন ও ব্যাচমেটদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।
রসায়ন বিভাগ তাদের কর্মের মাধ্যমে একটি অনন্য অবস্থান তৈরি করেছে, তারই ধারাবাহিকতা ধরে রাখার চেষ্টা করবো আমি । রসায়ন সমিতির মাধ্যমে রসায়ন বিভাগকে এগিয়ে নেবার জন্য যতটুকু কাজ করা দরকার আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাআল্লাহ “।
Array