ভোলার বোরহানউদ্দিনে ট্রাকচাপায় মো. তাহরিম নামে ৬ষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্র নিহত হয়েছেন।
সে পৌর ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও বোরহানউদ্দিন বাজারের কাপড় ব্যবসায়ী বাদল খলিফার ছেলে। তাহরিম কুতুবা মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণিতে অধ্যায়নরত ছিল।
জানা গেছে, ইটভর্তি একটা ট্রাক্টর উপজেলা সড়ক হয়ে বোরহানউদ্দিন বাজারের দিকে যাচ্ছিল। এ সময় তাহরিম বাইসাইকেল চালিয়ে বিপরীত দিক থেকে আসছিল। ঘটনাস্থলে আসলে তাহরিমের সাইকেলটি দ্রুত গতির ট্রাকের ডান পাশে লেগে পিছনের চাকায় পিষ্ট হয়ে যায়। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে বোরহানউদ্দিনে হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বোরহানউদ্দিন থানার ওসি মনির হোসেন মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রাকচালক পালিয়ে যাওয়ায় তাকে গ্রেপ্তার করা যায়নি। তবে আমরা ট্রাক্টরটি জব্দ করেছি। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বৃহস্পতিবার (১ জুন) সন্ধ্যা ৬টার দিকে উপজেলা সড়কের খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
Array