জয়পুরহাট প্রতিনিধিঃ প্রাথমিক বিদ্যালয়ে গাইডিং কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে জয়পুরহাটে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১২ টায় জয়পুরহাট সদর উপজেলা মুজিবুর রহমান ঢালী মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন জয়পুরহাট জেলা শাখার (ভারপ্রাপ্ত) জেলা কমিশনার শাম্মিম আজিজ সাজ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট, অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অপস ফারজানা হোসেন, সদর উপজেলা নির্বাহী অফিসার আরাফাত হোসেন, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রাজ্জাক, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোফাজ্জল হোসেন, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান অশোক কুমার ঠাকুর, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রট আব্দুল্লাহ আল মাহবুব, জেলা গার্ল গাইড সম্পাদিকা বালা সুলতানা, কোষাধ্যক্ষ চাদ সুলতানা, স্থানীয় কোষাধ্যক্ষ সাবিনা আকতার প্রমুখ ।
অনুষ্ঠানে ৫০ টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক বৃন্দ উপস্থিত ছিলেন।
Array