রাহাত হোসেন, হাবিপ্রবি প্রতিনিধি:- দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রসায়ন বিভাগের ১৭ ব্যাচের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও ২২ ব্যাচের নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ।
মঙ্গলবার (৩০ মে) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম-১ এ রসায়ন বিভাগের এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় । এসময় নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ ও বিদায়ী শিক্ষার্থীদের শুভেচ্ছা জানান উপস্থিত অতিথিবৃন্দ ।
অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক ড. মো. মামুনুর রশীদ বলেছেন , মেধা বর্তমানে ঢাকা কিংবা বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানে সীমাবদ্ধ নয়,ছড়িয়ে পড়েছে শহর থেকে গ্রামাঞ্চলে। এটাই বর্তমান সময়ের সবচেয়ে ভালো লাগার বিষয়।
রসায়ন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. শামসুজ্জোহা’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিজ্ঞান অনুষদের স্বপ্নদ্রষ্টা অধ্যাপক ড. বলরাম রায়, রসায়ন বিভাগের সিনিয়র শিক্ষক অধ্যাপক ড. মো. নাজিম উদ্দীন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রসায়ন বিভাগের শিক্ষক ড. মো. আতিকুল ইসলাম, ড. উত্তম কুমার সরকার, প্রভাষক রেজাউল করিম, ইরাসমাস মুনডুস(ফুল ফান্ডেড) বৃত্তিপ্রাপ্ত রসায়ন বিভাগের প্রাক্তন শিক্ষার্থী ফয়জুল হাসান।
রসায়ন সমিতির এ আয়োজনে বিভাগের ১৭ ব্যাচের শিক্ষার্থীদের মাঝে বিদায়ী ক্রেস্ট তুলে দেন আমন্ত্রিত অতিথি ও শিক্ষকবৃন্দ। পরে উন্মুক্ত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে বিভাগটির অধ্যয়নরত শিক্ষার্থীরা ।
Array