রায়হান আবিদ, বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) সাবেক উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসানের মেয়াদ শেষ হওয়ায় রুটিন উপাচার্য হিসেবে দায়িত্ব পেয়েছেন ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ আব্দুল আউয়াল।
সোমবার (২৯ মে) শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মোছা. রোখছানা বেগমের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে রুটিন উপাচার্য নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন উপাচার্য নিয়োগ না হওয়া পর্যন্ত ভেটেরিনারী অনুষদের বর্তমান ডিন অধ্যাপক ড. মো. আব্দুল আউয়ালকে বিশ্ববিদ্যালয়ের দৈনন্দিন প্রসাশনিক ও আর্থিক কর্মকান্ড পরিচালনার স্বার্থে সামসাময়িকভাবে নিজ দায়িত্বের অতিরিক্ত উপাচার্যের রুটিন দায়িত্ব প্রদান করা হলো।
অধ্যাপক ড. আউয়াল ১৯৮৮ সালে বাকৃবিতে লেকচারার হিসেবে যোগদান করেন। পরে তিনি একই বিশ্ববিদ্যালয়ে ১৯৯১ সালে সহকারী , ১৯৯৭ সালে সহযোগী অধ্যাপক এবং ২০০২ সালে থেকে অদ্যবধি অধ্যাপক হিসেবে শিক্ষাদান করে যাচ্ছেন। এছাড়াও তিনি পোহাং ইউনির্ভাসিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি, দক্ষিণ কোরিয়ায় ২০০৪-০৫ পর্যন্ত ভিজিটিং অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন।
অধ্যাপক ড. আব্দুল আউয়াল বিভিন্ন সময় এনাটমি এন্ড হিস্টোলজি বিভাগের প্রধানসহ বিভিন্ন প্রশাসনিক দায়িত্ব পালন করেন। ২০২২ সালে তিনি ভেটেরিনারী অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পেয়েছেন। তার জাতীয় এবং আর্ন্তজাতিক পর্যায়ে মোট ৬৪ টি গবেষণা প্রবন্ধ রয়েছে।
Array