রাহাত হোসেন, হাবিপ্রবি প্রতিনিধি:- একতাই শক্তি একতাই বল, মাদক ছেড়ে মাঠে চল” স্লোগানকে সামনে রেখে ২৯ মে রবিবার সন্ধ্যা ৭ টায় তাজউদ্দিন আহমেদ হল ছাত্রলীগ কর্তৃক আয়োজিত ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ (TFCL-Season 2) এর প্লেয়ার ড্রাফট অনুষ্ঠান হলের গ্রাউন্ড ফ্লোরে অনুষ্ঠিত হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন তাজউদ্দিন আহমেদ হল এর হল সুপার ড. আব্দুল্লাহ আল মামুন, সহকারী হল সুপার ড. মোঃ হোসনে মোবারক মিঠু ও সহকারী হল সুপার এ. এস. এম মাহবুবুর রহমান।
তাজউদ্দীন হল মাঠে আগামী ৪ জুন থেকে অনুষ্ঠিত এই খেলার ছয়টি দল অংশগ্রহণ করবে যাতে ৬ টি ক্যাটাগরিতে প্লেয়ারদের ভাগ করা হয়েছে।
তাজউদ্দীন আহমেদ হলের হল সুপার ড. আব্দুল্লাহ আল মামুন বলেন, তাজউদ্দিন আহমেদ হল কর্তৃক আয়োজিত ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ (TFCL-Season 2) এর প্লেয়ার ড্রাফট অনুষ্ঠিত হলো।খেলাধুলার মাধ্যমে ছাত্রদের মেধার বিকাশ ঘটবে। অনৈতিক কাজ থেকে দূরে থাকবে মাদক থেকে দূরে থাকবে।
উল্লেখ্য তাজউদ্দীন আহমেদ হল শাখা ছাত্রলীগের মাদকের বিরুদ্ধে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে ২য় বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে এ ফ্রাঞ্চাইজি প্রিমিয়ার লীগ।
Array