নাজমুল হাসান, জাবি সংবাদদাতা: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদের গবেষণা প্রকল্পের ফলাফল উপস্থাপন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩০ মে) সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ নূরুল আলম এ সেমিনার উদ্বোধন করেন।
দিনব্যাপী অনুষ্ঠিত এ সেমিনারে বিভিন্ন সেশনে গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদভুক্ত বিভিন্ন বিভাগের শিক্ষক, আআইটি এবং আইআরএস এন্ড জিআইএস-এর শিক্ষকগণ গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন।
উদ্বোধনকালে উপাচার্য অধ্যাপক ড. মোঃ নূরুল আলম বলেন, বিশ্ববিদ্যালয়ের সুনাম ও খ্যাতির প্রসারে মানসম্পন্ন গবেষণা অপরিহার্য। গবেষণা প্রবন্ধগুলো অনলাইনে প্রকাশের ফলে দেশ-বিদেশের সকলে তা দেখতে পারবেন। এতে বিশ্ববিদ্যালয়ের পরিচিতি বৃদ্ধি পাবে।
এসময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মানসম্পন্ন গবেষণার আহ্বান জানিয়ে উপাচার্য গবেষণা এবং তা প্রকাশ নিমিত্ত আর্থিক প্রণোদনা দেয়ার আশ্বাস দেন।
অনুষ্ঠানে গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. ফরিদ আহমদের সভাপতিত্বে আরও মধ্যে বক্তব্য রাখেন অধ্যাপক ড. মো. লায়েক সাজ্জাদ এন্দেল্লাহ্, অধ্যাপক ড. এ. এ. মামুন, অধ্যাপক ড. মোহাম্মদ শরীফ উদ্দিন, অধ্যাপক ড. মো. ওবায়দুর রহমান, অধ্যাপক ড. শেখ তৌহিদুল ইসলাম, অধ্যাপক ড. এম শামীম কায়সার, অধ্যাপক ড. মো. আমিনুর রহমান খান, অধ্যাপক মো. জামাল উদ্দিন।
Array