জয়পুরহাট প্রতিনিধিঃ- জয়পুরহাটে নানা আয়োজনে জিয়াউর রহমানের ৪২ তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকালে জেলা বিএনপির কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন ও মাল্যদানের মাধ্যমে দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করা হয়। বিকেলে জেলা বিএনপির কার্যালয়ে বই মেলা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন এর সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুদ রানা প্রধান এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) এ এইচ এম ওবায়দুর রহমান চন্দন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির আহবায়ক এ্যাড. হেনা কবীর, জেলা কৃষক দলের আহবায়ক সেলিম রেজা ডিউক, সদর থানা বিএনপির যুগ্ম আহবায়ক আবু বকর ছিদ্দিক, জেলা মহিলা দলের সভাপতি রুলি চৌধুরী, সাধারণ সম্পাদক জাহেদা কামাল, কৃষক দলের সদস্য সচিব কাজী মনজুরে মওলা পলাশ, যুবদলের সদস্য সচিব মোক্তাদুল হক আদনান, ছাত্র দলের সভাপতি মামুনুর রশীদ প্রধান প্রমুখ।
কর্মসূচির অংশ হিসেবে ৩২ টি ইউনিয়নে কোরআন খতম,বই মেলা,কালো ব্যাচ ধারন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
Array