জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটে ‘ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতামূলক’ এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দিনব্যাপী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের সহযোগিতায় ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতা বৃদ্ধিকরণ প্রকল্পের অধীনে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী।
কর্মশালায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম, অতিরিক্ত জেলা প্রশাসক আনোয়ার পারভেজ, ইসলামি ফাউন্ডেশন জয়পুরহাট কার্যালয়ের উপ-পরিচালক রিয়াজুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট, সহ সভাপতি সোলায়মান আলী, নৃপেন্দ্রনাথ মন্ডল, সাধারণ সম্পাদক জাকির হোসেন মন্ডল, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতা বৃদ্ধিকরণ প্রকল্পের ট্রেইনার এনামুল ইসলামসহ প্রমুখ। এছাড়াও জনপ্রতিনিধি, বিভিন্ন ধর্মীয় নেতা, মসজিদের ইমাম, খতিব, মন্দিরের পুরোহিতসহ মোট ১০০ জন এ প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন।
Array