বার্তা কক্ষ
28th May 2023 5:58 pm | অনলাইন সংস্করণ
জয়পুরহাট প্রতিনিধি: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে কুইজ প্রতিযোগিতা, আলোচনা সভা, সাংষ্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসনের আয়োজনে কালেক্টরেট বালিকা নিকেতনে রবিবার বেলা ১১ টায় আলোচনা সভায় বক্তব্য দেন জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী, জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট, সাধারণ সম্পাদক জাকির হোসেন মন্ডল, সাবেক জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেনসহ অন্যান্যরা।
এ সময় জেলা সদরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অতিথিরা।
আলোচনা সভা শেষে কবিতা আবৃত্তি ও মনোজ্ঞ সংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
Array