শাহাদাত হোসেন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে রপ্তানি যোগ্য নিরাপদ আম উৎপাদন বৃদ্ধিতে করনীয় ও সম্ভাবনা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল সাড়ে দশটার দিকে চাঁপাইনবাবগঞ্জ চেম্বারস অফ কমার্স ইন্ডাস্ট্রিজ সম্মেলন কক্ষে প্রান্তিক আম চাষিদের মাঝে এর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
দি চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রিজ এর সভাপতি আব্দুল ওয়াহেদ এর সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালা ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রুহুল আমিন।
প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করেন চাঁপাইনবাবগঞ্জের আঞ্চলিক ও অত্যন্তত্ত সাবেক বৈজ্ঞানিক কর্মকর্তা ডাক্তার জমির উদ্দিন ও চাঁপাইনবাবগঞ্জ হর্টিকাল সেন্টারের উপ-পরিচালক ডক্টর বিমল কুমার পরামানিক। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দি চাঁপাইনবাবগঞ্জ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ সিনিয়র সহ-সভাপতি মোঃ মশিউর করিম বাবু, সহ-সভাপতি মোঃ আক্তারুল ইসলাম, সাবেক সহ-সভাপতি মোঃ মনোয়ারুল ইসলাম ডালিম।
এ সময় আরো উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রিজ এর পরিচালক মোঃ মফিজ উদ্দিন, আব্দুল আউয়াল, বারেক , জাহাঙ্গীর সদস্য বাহারাম আলীসহ অন্যান্যরা।
সার্বিক তত্ত্বাবধানে বাংলাদেশ ম্যাংগো প্রোডিউসন মার্চেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এম কোরাইসি মিলু। এ প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করেন এগ্রো প্রোডাক্ট বিজনেস এর প্রমোশন কাউন্সিল বাংলাদেশ ম্যাংগো প্রোডিউশন মার্চেন্ট অ্যাসোসিয়েশন। এ সময় ৫০ জন প্রান্তিক আম চাষিদের মাঝে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
Array