• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • আওয়ামী ভোটে হারেনি, অপপ্রচারের কারনে হেরেছে: পলক 

     বার্তা কক্ষ 
    26th May 2023 2:03 pm  |  অনলাইন সংস্করণ

    মোঃ আল আমিন, সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন, বিএনপি জানে তারা নির্বাচনে বিজয়ী হতে পারবে না। সে জন্য তারা নির্বাচনে ভয় পায়। তারা সরকারের জনপ্রিয়তা কে ভয় পায়। নৌকা জনগনের মার্কা। উন্নয়নের মার্কা। বিগত দিনে নৌকা ভোটে হারেনি। ষড়যন্ত্রের কারনে হেরেছে। বিভেদ, অনৈক্যের কারনে হেরেছে। অপপ্রচারের কাছে হেরেছে । একসময় অপপ্রচার ছিলো, আওয়ামী লীগ ক্ষমতায় আসলে মসজিদ থাকবে না, মাথায় টুপি থাকবে না। অথচ আওয়ামী লীগ ক্ষমতায় এসে মসজিদ মাদ্রাসার সর্বোচ্চ উন্নয়ন করেছে। ১০ হাজার কোটি টাকা ব্যয়ে ৫৬০ টি মডেল মসজিদ সরকার সারাদেশে নির্মান করে দিচ্ছে।

    তিনি আরো বলেন, চৌগ্রামের মাটি আওয়ামী লীগের ঘাটি, নৌকা এখানে কখনো পরাজিত হয়নি। আগামী নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী করবে চৌগ্রামের জনগন। এক সময় সন্ত্রাসের জনপদ ছিলো, অথচ চৌগ্রাম রাজ রাজাদের বসবাস ছিলো। চৌগ্রামকে উন্নয়ন ও শান্তির জনপদ করতে আমরা চেষ্টা করছি।

    পলক আরো বলেন, তরুন অনেক ভোটার জানেনা ২০০৮ সালের আগের কথা, তখন ৭০ শতাংশ বাড়িতে বিদ্যুৎ ছিলো না। ডাকাতদের ভয়ে মানুষ সারারাত পাহারা দিয়েছে। প্রকাশ্য মানুষকে হত্যা করা হয়েছে। বর্তমান সরকার গ্রামকে শহরে পরিনত করেছে। সকল সুযোগ সুবিধা প্রদান করেছে।
    আগামী নির্বাচনে সকলকে ঐক্যবদ্ধ করে যুবলীগ সংগঠনকে শক্তিশালী করে জননেত্রী শেখ হাসিনাকে মডেল যুবলীগ উপহার দিবে।

    প্রতিমন্ত্রী শুক্রবার সকাল ১০ টায় সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়ন আওয়ামী যুবলীগের ত্রি বার্ষিক কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

    গোলাম ফারুকের সভাপতিত্বে ও সিরাজুল ইসলাম সুমনের পরিচালনায় সভায় আরো বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ওহিদুর রহমান শেখ, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আরিফ, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও চৌগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহেদুল ইসলাম ভোলা, চৌগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলতাব হোসেন জিন্নাহ, সাধারণ সম্পাদক বারিক হোসেন প্রমুখ।

    এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের ত্রান বিষয়ক সম্পাদক মিনহাজ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুর রাজ্জাক খান, যুগ্ন সাধারণ সম্পাদক মাওলানা রুহুল আমীন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শামিমা হক রোজি, জেলা পরিষদ সদস্য শরফরাজ নেওয়াজ বাবু, সাবেক জেলা পরিষদ সদস্য সালাহউদ্দিন আল আজাদ ছানা, আওয়ামী যুবলীগের উপজেলা সভাপতি সোহেল তালুকদার ও সাধারণ সম্পাদক আনিসুর রহমান লিখন সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

    Array
    We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ