কন্যাসন্তানের বাবা হলেন চিত্রনায়ক জিয়াউল রোশান। দিন কয়েক আগে বিয়ের খবর প্রকাশ্যে আনেন তিনি। যদিও বিয়ের পর্ব সেরেছিলেন আজ থেকে প্রায় তিন বছর আগে। বাবা হওয়ার সুখবরটি রোশান তার সামাজিকমাধ্যমে নিশ্চিত করেন।
জিয়াউল রোশান জানান, বুধবার (২৪ মে) বেলা ১১টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তার স্ত্রী তাহসিনা এশা কন্যাসন্তান জন্ম দিয়েছেন। এ সময় রোশানসহ দুই পরিবারের সবাই উপস্থিত ছিলেন। মঙ্গলবার রাত তিনটা পর্যন্ত সিনেমার গানের শুটিং করেছিলেন। রাতে ফিরে দেখেন স্ত্রী কিছুটা অস্বস্তি বোধ করছেন। ভোরে স্ত্রীকে হাসপাতালে ভর্তি করান। সকালে তার কন্যা ভূমিষ্ঠ হয়।
প্রথমবার বাবা হওয়ার অনুভূতি জানিয়ে রোশান বলেন, ‘আমি বাবা হয়েছি। মা ও সন্তান দুজনই সুস্থ আছে। এর চেয়ে আর ভালো লাগা কী হতে পারে। দুই পরিবারের সবাই খুশি আমরা। তবে মেয়ের নাম এখন চূড়ান্ত করা হয়নি। শিগগিরই আকিকার অনুষ্ঠানের মাধ্যমে আমার মেয়ের নাম জানাব সবাইকে। বাবা হওয়ার অনুভূতি সত্যি অন্যরকম, যা ভাষায় প্রকাশ করা যায় না। আমি সেই অনুভূতির মধ্যে দিয়ে যাচ্ছি। শুধু এটাই বলতে চাই আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন।’
২০২০ সালের ১১ জুন তাহসিনা এশাকে বিয়ে করেন রোশান। সেদিন তার এক বন্ধুর উত্তরার বাসায় কাজি ডেকে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। এত দিন পর বিয়ের খবর প্রকাশ্যে আনা প্রসঙ্গে রোশান বলেছিলেন, ‘আমাদের কাছের অনেকেই বিয়ের বিষয়টি জানতেন। কথায় কথায় অনেককে বলেও দিতাম। কিন্তু পাবলিকলি জানাইনি। কারণ আমার শ্বশুরবাড়িতে সবাই বিয়ের বিষয়টি জানতেন না।’
বুধবার রাত ১০টা ৫৮ মিনিটে তিনি তার ফেসবুকে নবজাতকের চারটি ছবি শেয়ার করেছেন। ক্যাপশনে লেখেন, ‘আল্লাহ আজ আমাকে বেহেশত দান করেছেন, আলহামদুলিল্লাহ।’
উল্লেখ্য, জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ‘রক্ত’ সিনেমা দিয়ে ঢাকাই সিনেমায় অভিষেক ঘটে জিয়াউল রোশানের। এরপর ‘বেপয়োয়া’, ‘মুখোশ’, ‘সাইকো’ ও ‘অপারেশন সুন্দরবন’সহ বেশ কিছু ব্যবসাসফল সিনেমা উপহার দেন। গত ঈদুল ফিতরে মুক্তি পেয়েছে তার জোড়া ছবি; ‘পাপ’ ও ‘জ্বীন’।
Array