জাবি সংবাদদাতা: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) মাস্টারপ্ল্যান ব্যতীত অপরিকল্পিতভাবে গাছপালা কেটে ভবন নির্মাণ বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে একদল শিক্ষার্থী।
বৃহস্পতিবার (২৫ মে) দুপুর দুইটায় বিশ্ববিদ্যালয়ের মুরাদ চত্ত্বর থেকে একটি মিছিল বের হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রদক্ষিণ করে বটতলা হয়ে কয়েকটি সড়ক ঘুরে নতুন প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়। পরে সেখানে সমাবেশ করেন তারা।
ডিপ ইকোলজি এন্ড স্নেক কনজার্ভেশন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সৈয়দা অনন্যা ফারিহা বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন মাস্টারপ্ল্যান কে পিছে ফেলে নিজেদের মতো করে ভবন করছে।এতে করে আমাদের বিশ্ববিদ্যালয়ের স্বকীয়তা হারিয়ে ফেলছি। যেখানে আইবিএ ভবনের জন্য ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে সেখানে এখন বেশিরভাগ প্রাণী বসবাস । নতুন ভবন নির্মাণ হলেও সেখানে বাস্তুসংস্থানের ঝুকি মিনিমাইজ করার জন্য কী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে সেটা কেউ জানিনা।
নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী শুভ বলেন,দেশে এক মহাযজ্ঞ চলছে গাছ কাটার। উন্নয়নের নামে নির্বিচারে গাছ কাটা হচ্ছে। শিক্ষার্থীদের ক্লাসরুম সংকটের জন্য নতুন নতুন ভবন তৈরি না যেসব ভবনের কাজ এখনো বাকী আছে সেটা আগে শেষ করা হোক। একটি বহুতল ভবনে একাধিক বিভাগের ক্লাসরুমের ব্যবস্থা করা হোক।
ক্যাম্পাসের প্রাণ শিক্ষার্থী। কিন্তু তাদের মতামত না নিয়ে নিজেদের মতো করে একের পর এক ভবন করা হচ্ছে।
চলচ্চিত্র আন্দোলনের সহ সাধারণ সম্পাদক সুদীপ্ত দে বলেন, নতুন প্রশাসনিক ভবনটিও মাস্টারপ্ল্যান ছাড়া করা হয়েছিল। এখন আবার বলা হচ্ছে এই ভবনে হচ্ছে না, নতুন ভবন দরকার।এর আগেও আইবিএ এর জন্য দুইটি জায়গা বরাদ্দ দেয়া হয়েছিল।সেখানেও গাছ কাটা হয়েছে কিন্তু ভবন তৈরী হয়নি।এখন আবার নতুন জায়গা বরাদ্দ দিয়ে সেখানে গাছ কেটে ক্যাম্পাসকে মরুকরণ করা হচ্ছে।
Array