জাবি সংবাদদাতা: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) গাছপালা কেটে ভবন নির্মাণ না করার দাবিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছে পরিবেশবাদী সংগঠন ‘ডিপ ইকোলজি এন্ড স্নেক কনজার্ভেশন ফাউন্ডেশন’।
বৃহস্পতিবার (২৫ মে) সকাল সাড়ে নয়টায় বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনে উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলমের কাছে স্মারকলিপি দেন তারা। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গাছ কেটে ভবন নির্মান না করার ব্যাপারে আশ্বস্ত করেন।
স্বারকলিপি প্রদান শেষে ডিপ ইকোলজি এন্ড স্নেক কনজার্ভেশন ফাউন্ডেশনের সভাপতি মাহফুজুর রহমান বলেন,বিশ্ববিদ্যালয়ের যে এলাকায় আইবিএ ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে সেখানের জীববৈচিত্র্য অনেক সমৃদ্ধ। আমরা উপাচার্য স্যারের কাছে গাছপালা না কেটে মাস্টারপ্লান প্রণয়ণ করে ভবন নির্মাণের দাবি জানিয়েছি। উপাচার্য স্যার আমাদের গাছ না কেটে ভবন নির্মাণের ব্যাপারে আশ্বস্ত করেছেন।
এ সময় ডিপ ইকোলজি এন্ড স্নেক কনজার্ভেশন ফাউন্ডেশনের সদস্যরা উপস্থিত ছিলেন।
Array