চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ‘ভোলাহাট আম ফাউন্ডেশনে’ পরিপক্ক আম ক্রয়- বিক্রয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২৩ মে) বেলা ১২ টার দিকে ভোলাহাট আম ফাউন্ডেশন চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাবাসসুম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পরিপক্ক আম ক্রয়-বিক্রয়ের উদ্বোধন করেন।
এ লক্ষ্যে ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মো. মুনসুর আলীর সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ সুলতান আলী, গোহালবাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. ইয়াসিন আলী শাহ, আম ফাউন্ডেশনের সহ-সভাপতি কামাল উদ্দিনসহ অন্যরা।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আম ফাউন্ডেশনের সহ-সভাপতি মোঃ মৌদুদুর রহমান শাহ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রবিউলসহ আম ফাউন্ডেশনের বিভিন্ন এলাকার প্রতিনিধি, আম বাগান মালিক, আড়তদার, আম ক্রেতা ও বিক্রেতারা।
বক্তারা অসাধু ব্যবসায়ীদের সাবধান করে বলেন, অসাধু চক্রের অপতৎপরতা অবলম্বন করলে আম ফাউন্ডেশন ও উপজেলা প্রশাসন তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। উদ্বোধনী দিনে গোপালভোগ ও গিরিয়াদাগি আম ১৫ থেকে ১৬’শ টাকা দরে বিক্রি হয়।
Array