রাহাত হোসেন, হাবিপ্রবি প্রতিনিধি: হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল (আইকিউএসি) এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের সম্মানিত অধ্যাপকগণের জন্য “সুশাসন প্রতিষ্ঠার নিমিত্তে অংশীজনের অংশগ্রহণ” বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে ।
রবিবার(২১ মে) বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি কনফারেন্স রুমে জাতীয় শুদ্ধাচার কৌশলের অংশ হিসেবে উক্ত সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপাচার্য প্রফেসর ড. এম. কামরুজ্জামান বলেছেন, তথ্যই বর্তমান সময়ের শক্তি। ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে মাননীয় প্রধানমন্ত্রীর এ লক্ষ্য বাস্তবায়ন, গতিশীলতা এবং সেবা সহজিকরণের নিমিত্তে তথ্য সংগ্রহ ও এর ব্যবহারও কয়েকগুণ বেড়েছে।
তিনি আরো বলেন, বিশ্ববিদ্যালয় হলো জাতির প্রতিষ্ঠান। স্নাতক পর্যায়ে নাগরিক সেবা, প্রযুক্তি বিষয়ে প্রশিক্ষণ, কৃষক সেবা ও প্রযুক্তি সম্প্রসারণ, কমিউনিটি পর্যায়ে জরুরি প্রাণি চিকিৎসা, ফসলের রোগ ও সমস্যা নির্ণয় সহ বেশ কিছু নাগরিক সেবা প্রদান করে আসছে আমাদের বিশ্ববিদ্যালয়। একইসাথে সেবা সহজিকরণ, সচ্ছ জবাবদিহিতা, সুশাসন প্রতিষ্ঠায় একনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছেন বিশ্ববিদ্যালয়ের সকল কর্মকর্তা।
আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড.বিকাশ চন্দ্র সরকারের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. ইমরান পারভেজ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল(আইকিউএসি)’র অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মো. শাহ মইনুর রহমান। অনুষ্ঠানে এনজিও সংস্থা কারিতাস এর পরিচালক, কর্মকর্তাবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপকবৃন্দ ও কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।
Array