বার্তা কক্ষ
21st May 2023 10:23 am | অনলাইন সংস্করণ
সোলায়মান হাসান, নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ সোনারগাঁও থানার তালতলা পুলিশ তদন্ত কেন্দ্র অভিযানে, ৬ বোতল বিদেশি মদ সহ আটক ২।
২০ শে মে শনিবার আমবাগ এলাকা থেকে আনুমানিক রাত দশ ঘটিকায় ১/ মোবারক(৩২) পিতা , জলিল সাং আমবাগ ,থানা সোনারগাঁ ২/ হাচান(৩৪), শশুর তাহের দেওয়ান সাং আমবাগ, থানা সোনারগাঁ
সোনারগাঁ থানার তালতলা পুলিশ তদন্ত কেন্দ্রর এ এস আই ইলিয়াস আহমেদ ও এ এস আই শাহিন আলম সংগীয় ফোর্সসহ ৬ বোতল বিদেশী মদ সহ দুই জন আটক করেন।
তালতলা পুলিশ তদন্ত কেন্দ্র অফিসার ইনচার্জ জাকির রাব্বানী বলেন, তাদের বিরুদ্ধে মাদক মামলা রযু করার প্রস্তুুতি চলছে।
Array