বার্তা কক্ষ
21st May 2023 3:13 pm | অনলাইন সংস্করণ
নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ সোনারগাঁও উপজেলার নোয়াগাঁ ইউনিয়নে শেখকান্দী গ্রামের বাসিন্দা সাদেক(৪৬) এর নিজ বাড়ি হতে দুইহাজার পিস ইয়াবা সহ আটক ২।
রবিবার (২১ মে) আনুমানিক সকাল ১০:৩০ মিনিটে সোনারগাঁ থানার তালতলা পুলিশ তদন্ত কেন্দ্র অফিসার ইনচার্জ জাকির রাব্বানী নেতৃত্বে অভিযান চালিয়ে দুইজন কে আটক করা হয়।
আটকৃতরা হলেন, রাজিয়া সুলতানা (২৭) পিতা রশিদ আহমেদসাং, জিম্নান খালি,থানা : টেকনাফ,জেলা :কক্সবাজার২/ সাদক (৪৬),পিতা মোতালিব,সাং শেখকান্দীথানা : সোনারগাঁ,জেলা নারায়ণগঞ্জ।
তালতলা পুলিশ তদন্ত কেন্দ্র অফিসার ইনচার্জ জাকির রাব্বানী বলেন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তালতলা পুলিশ তদন্ত কেন্দ্র এ এস আই, শাহিন আলম, এ এস আই ইলিয়াস সঙ্গীও ফোর্স তাদেরকে দুই হাজার পিস ইয়াবা টেবলেট সহ আটক করে।
Array