বার্তা কক্ষ
20th May 2023 12:38 pm | অনলাইন সংস্করণ
বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষি সম্প্রসারণ শিক্ষা বিভাগের অধ্যাপক ড. মুত্তাকিনুর রহমান (অবসরপ্রাপ্ত) ইন্তেকাল করেছেন।
আজ (২০মে) ভোরে অসুস্থতা ও বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেছেন বলে জানিয়েছেন জনসংযোগ বিভাগের উপ-পরিচালক কৃষিবিদ দীন মোহাম্মদ দীনু।
জানা যায়, মূত্যুকালে তিনি এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তাঁর ছেলে বাকৃবির একোয়াকালচার বিভাগের অধ্যাপক ড. তানভীর আহম্মেদ (নিশির)। তাঁর মৃত্যুতে বাকৃবি শিক্ষক শিক্ষার্থী গভীরভাবে মর্মাহত।
মরহুমের জানাজার নামাজ আজ দুপুর ১২:০০ টায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় লাইব্রেরির সামনে অনুষ্ঠিত হবে। এরপর তাকে গ্রামের বাড়ি বগুড়ায় দাফন করা হবে বলে জানা যায়।
Array