রাহাত হোসেন, হাবিপ্রবি প্রতিনিধি: দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) শিক্ষার্থীদের নিয়ে ‘ওয়ার্কশপ অন ডেভেলপমেন্ট অফ প্রফেশনাল স্কিলস’ শীর্ষক কর্মশালার আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার অ্যাডভাইজরী সার্ভিস (ক্যাডস)।
বৃহস্পতিবার (১৮ মে) হাবিপ্রবি’র ইনস্টিটিউট অফ রিসার্চ এন্ড ট্রেনিং (আইআরটি) কনফারেন্স রুমে ‘ওয়ার্কশপ অন ডেভেলপমেন্ট অফ প্রফেশনাল স্কিলস’ শীর্ষক কর্মশালায় তিনি এসব কথা বলেন। হাবিপ্রবি ক্যারিয়ার অ্যাডভাইজরী সার্ভিস (ক্যাডস) শিক্ষার্থীদের নিয়ে এ কর্মশালার আয়োজন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. এম. কামরুজ্জামান বলেন, আমাদের শিক্ষার্থীরা যদি সফট স্কিলসগুলোর প্রয়োজনীয়তা অনুভব করে সেগুলো আয়ত্ত্ব করতে পারে, তাহলে তারা নিজেদের ক্যারিয়ার গঠনের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সুনাম ও বয়ে আনবে।
তিনি বলেন, আমাদের এই ক্যারিয়ার অ্যাডভাইজরী সার্ভিস শিক্ষার্থীদের একাডেমিক ডিগ্রি অর্জনের পাশাপাশি পেশাগত সফলতা অর্জনে যে সকল দক্ষতা প্রয়োজন সেগুলো প্রশিক্ষণের মাধ্যমে সেবা প্রদানে কাজ করছে।
এদিকে কর্মশালায় সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. এন. এইচ. এম. রুবেল মজুমদার বলেন, কার্যকরী প্রশিক্ষণ কর্মশালার জন্য আমরা সীমিত সংখ্যক শিক্ষার্থীদের সুযোগ দিয়েছি, যাতে করে তারাও হতে কলমে সফট স্কিলগুলো প্রশিক্ষকদের কাছে থেকে শিখে নিতে পারে। একই সঙ্গে প্রশিক্ষকরাও যাতে কর্মশালায় অংশ নেয়া সবাইকে ফেস টু ফেস শেখাতে পারে।
তিনি বলেন, আমাদের সামনে আরো পরিকল্পনা আছে শিক্ষার্থীদের জন্য আরো সফট স্কিল যেমন লিডারশিপ, টাইম ম্যানেজমেন্ট, টিম ওয়ার্ক এসব নিয়েও কর্মশালা করার এবং চেষ্টা করবো বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীদের প্রশিক্ষণের আওতায় আনার যাতে বিশ্ববিদ্যালয়ের সুনাম অর্জনে তারাও ভূমিকা রাখতে পারে।
প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন হাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. এম. কামরুজ্জামান। এতে টেকনিক্যাল সেশনে প্রশিক্ষক হিসেবে ছিলেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক রিজওয়ান আহমেদ ও ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক মো. জুয়েল আহমেদ সরকার। কর্মশালায় শিক্ষার্থীদের প্রফেশনাল ইমেইল, এসওপি ও সিভি রাইটিংসহ অন্যান্য স্কিলগুলোর প্রশিক্ষণ দেওয়া হয়।
এসময় বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. মামুনুর রশিদ, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড. ইমরান পারভেজ ও আইআরটি এর পরিচালক অধ্যাপক ড. হারুন-উর-রশিদ। কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্যাডস এর পরিচালক অধ্যাপক ড. এন. এইচ. এম. রুবেল মজুমদার। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন বিশ্ববিদ্যালয়ের ফুড প্রসেস এন্ড প্রিজার্ভেশন বিভাগের প্রভাষক সম্পা সরকার।
Array